শিরোনাম
◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরে বিশ্বকাপে খেলার সুযোগ হলো না বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পেরে উঠলো না বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে স্বাগতিক দলটির কাছে উড়েই গিয়েছিলো। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছিলো বাংলাদেশের মেয়েরা। শনিবার (২৫ জানুয়ারি) সিরিজের শেষ ম্যাচে অর্থাৎ নারী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। 

১১৯ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ২২ ওভার ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। এ হারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগের হাতছাড়ার পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজ খুঁইয়েছে টাইগ্রেসরা। বিশ্বকাপে খেলতে হলে এখন ৬ দলের একটি বাছাইপর্ব খেলতে হবে। যেখান থেকে ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে দুটি দল। বাছাইপর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। - যমুনানিউজ

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারানোর পর প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেন ফারজানা হক ও শারমিন আক্তার। ধীরে চলো নীতিতে দ্বিতীয় উইকেটে অর্ধশত রানের পার্টনারশিপ গড়েন তারা। ফারজানা ২২ রানে ফেরার পর শারমিন আউট হন ৩৭ রানে। এরপর ড্রেসিং রুমে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন টাইগ্রেস ব্যাটাররা। ১১৮ রানে অলআউট হওয়ার আগে সোবহানা মোস্তারি খেলেন ৬২ বলে ২৫ রানের একটি ইনিংস।

উইন্ডিজের হয়ে কারিশমা রামহারাক নেন সর্বোচ্চ ৪টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় উইন্ডিজ। উদ্বোধনী জুটি থেকে আসে ৪৫ রান। কিয়ানা জোসেফের ৩৯ ও ডিয়ান্দ্রা ডটিনের ১৯ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে সহজ জয় নিশ্চিত করে উইন্ডিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়