শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:৪১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগে টটেনহ্যামকে ২-১ গোলে হারালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে দুই দলই দুর্দান্ত খেলেছে।  হাইভোল্টেজ এই ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে তারা।  বুধবার (১৫ জানুয়ারি) আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধেই এই তিনটি গোল হয়। শুরুতে আধিপত্য দেখায় টটেনহ্যাম। ম্যাচের ২৫ মিনিটে গোল পায় স্পার্সরা। দলকে লিড এনে দেন অধিনায়ক সন হিয়ুন মিন।

তবে প্রথমার্ধেই সমতায় ফেরে আর্সেনাল। ৪০ মিনিটে র্কনার থেকে সৃষ্ট আক্রমণে গানার ডিফেন্ডার গ্যাব্রিয়ালের হেড টটেনহ্যাম স্ট্রাইকার সোলাঙ্কির গায়ে লেগে জড়িয়ে যায় জালে। ৪৪ মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় মিকেল আর্তেতার দল। এবার লেফট উইঙ্গার ট্রোসার্ডের দারুণ ফিনিশিংয়ে ২-১ এর জয় নিশ্চিত হয় দলটির।

এদিকে, দিনের অন্য ম্যাচগুলোতে উলভসকে ৩-০ গোলে নিউক্যাসল, এভারটনকে ১-০ গোলে অ্যাস্টন ভিলা ও লিস্টার সিটিকে ২-০ গোলে ক্রিস্টাল প্যালেস হারিয়েছে। নর্থ লন্ডন ডার্বি’ জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে আর্সেনাল। ২১ ম্যাচে ১২ জয়, ৭ ড্র ও ২ হারে তাদের পয়েন্ট ৪৩। পয়েন্ট টেবিলের শীর্ষে যথারীতি লিভারপুল, এক ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট ৪৭। তিনে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ম্যান সিটি রয়েছে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়