শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর

স্পোর্টস ডেস্ক : এবছর পিএসএলে দল না পাওয়ায় পাকিস্তানি পেসার ইহসানউল্লাহর পিএসএল (পাকিস্তান সুপার লিগ) চিরদিনের জন্য বয়কটের ঘোষণা দেওয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি তার সিদ্ধান্ত বদলে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চেয়ে আবার ফেরার ঘোষণা দিয়েছেন।

এই মৌসুমে ইহসানউল্লাহ কোনো দল না পাওয়ার পর ক্ষোভে পিএসএল থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। মুলতান সুলতানসের হয়ে ২০২৩ মৌসুমে দারুণ পারফরম্যান্স করলেও, চোট কাটিয়ে ফেরার পর তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এমনকি তার আগের দল মুলতান সুলতানসও আগ্রহ দেখায়নি। মুলতান সুলতানসের মালিক আলী তারিনের মন্তব্যও ইহসানউল্লাহকে হতাশ করে।

সংবাদমাধ্যমে ইহসানউল্লাহ বলেন, আমি পিএসএলকে বয়কট করছি, অবসর নিচ্ছি। আমাকে আর কোনো দিন পিএসএল খেলতে দেখবেন না। তবে আবেগতাড়িত হয়ে নেয়া এ সিদ্ধান্তকে তিনি ভুল বলে স্বীকার করেছেন। জিও সুপারকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। পিএসএলের এখনো চার মাস বাকি, এ সময়ে আমি কঠোর পরিশ্রম করব। যারা এখন আমাকে নেয়নি, তারা পরে দলে নিতে পারে। 

ইহসানউল্লাহ ২০২৩ সালের পিএসএলে ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন এবং ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে সকলের নজর কাড়েন। কিন্তু চোট থেকে ফেরার পর তার বোলিং গতি কমে আসে। সম্প্রতি চ্যাম্পিয়নস টি-টোয়েন্টি কাপে চার ম্যাচে তিনি মাত্র দুটি উইকেট পান। তবে ইহসানউল্লাহ নিজে এখনো আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, স্পিডগান অনুসারে আমি ঘণ্টায় ১৩০-৩৫ কিলোমিটারে বোলিং করছি, যা টিভিতে ১৪০ কিলোমিটারের সমান। 

ইহসানউল্লাহ বলেছেন, পিএসএল শুরুর আগে বেশ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্ট রয়েছে। আমি এগুলোতে ভালো করার চেষ্টা করব। আমার লক্ষ্য হলো আগের ফর্ম ও গতি ফিরে পাওয়া। তিনি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চেয়ে বলেন, রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি। আশা করি, ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিগুলো আমার প্রতি আস্থা রাখবে। 
ইহসানউল্লাহর এই ঘটনা প্রমাণ করে যে আবেগের বশে নেয়া সিদ্ধান্ত সব সময় সঠিক নাও হতে পারে। তবে কঠোর পরিশ্রম ও ইতিবাচক মনোভাবের মাধ্যমে তিনি হয়তো তার হারানো ফর্ম ও অবস্থান ফিরে পেতে সক্ষম হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়