শিরোনাম
◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএল বয়কটের ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষমা চেয়ে ফেরার ঘোষণা ইহসানউল্লাহর

স্পোর্টস ডেস্ক : এবছর পিএসএলে দল না পাওয়ায় পাকিস্তানি পেসার ইহসানউল্লাহর পিএসএল (পাকিস্তান সুপার লিগ) চিরদিনের জন্য বয়কটের ঘোষণা দেওয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি তার সিদ্ধান্ত বদলে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চেয়ে আবার ফেরার ঘোষণা দিয়েছেন।

এই মৌসুমে ইহসানউল্লাহ কোনো দল না পাওয়ার পর ক্ষোভে পিএসএল থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। মুলতান সুলতানসের হয়ে ২০২৩ মৌসুমে দারুণ পারফরম্যান্স করলেও, চোট কাটিয়ে ফেরার পর তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এমনকি তার আগের দল মুলতান সুলতানসও আগ্রহ দেখায়নি। মুলতান সুলতানসের মালিক আলী তারিনের মন্তব্যও ইহসানউল্লাহকে হতাশ করে।

সংবাদমাধ্যমে ইহসানউল্লাহ বলেন, আমি পিএসএলকে বয়কট করছি, অবসর নিচ্ছি। আমাকে আর কোনো দিন পিএসএল খেলতে দেখবেন না। তবে আবেগতাড়িত হয়ে নেয়া এ সিদ্ধান্তকে তিনি ভুল বলে স্বীকার করেছেন। জিও সুপারকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। পিএসএলের এখনো চার মাস বাকি, এ সময়ে আমি কঠোর পরিশ্রম করব। যারা এখন আমাকে নেয়নি, তারা পরে দলে নিতে পারে। 

ইহসানউল্লাহ ২০২৩ সালের পিএসএলে ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন এবং ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে সকলের নজর কাড়েন। কিন্তু চোট থেকে ফেরার পর তার বোলিং গতি কমে আসে। সম্প্রতি চ্যাম্পিয়নস টি-টোয়েন্টি কাপে চার ম্যাচে তিনি মাত্র দুটি উইকেট পান। তবে ইহসানউল্লাহ নিজে এখনো আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, স্পিডগান অনুসারে আমি ঘণ্টায় ১৩০-৩৫ কিলোমিটারে বোলিং করছি, যা টিভিতে ১৪০ কিলোমিটারের সমান। 

ইহসানউল্লাহ বলেছেন, পিএসএল শুরুর আগে বেশ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্ট রয়েছে। আমি এগুলোতে ভালো করার চেষ্টা করব। আমার লক্ষ্য হলো আগের ফর্ম ও গতি ফিরে পাওয়া। তিনি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চেয়ে বলেন, রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি। আশা করি, ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিগুলো আমার প্রতি আস্থা রাখবে। 
ইহসানউল্লাহর এই ঘটনা প্রমাণ করে যে আবেগের বশে নেয়া সিদ্ধান্ত সব সময় সঠিক নাও হতে পারে। তবে কঠোর পরিশ্রম ও ইতিবাচক মনোভাবের মাধ্যমে তিনি হয়তো তার হারানো ফর্ম ও অবস্থান ফিরে পেতে সক্ষম হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়