শিরোনাম
◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ◈ এজবাস্টন টে‌স্টে ইংল্যান্ডের লড়াই, শক্ত অবস্থানে ভারত ◈ শান্ত‌কে বাই‌রে রে‌খে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বি‌সি‌বির ◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি ◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৫, ০৯:৩৭ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আর্চারি তারকা ও দম্পতি রোমান সানা-দিয়া চলে গেলেন আমেরিকায়

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেট এবং ফুটবলের তুলনায় অন্যান্য খেলায় ক্রীড়াবিদদের আর্থিক অবস্থান এবং সামাজিক মর্যাদার অভাব প্রায়ই তাদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে অনেক তারকা ক্রীড়াবিদ ক্রীড়াঙ্গন ছেড়ে দেয়ার পাশাপাশি প্রায়ই বিদেশে থিতু হওয়ার পথ বেছে নেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন রোমান-দিয়া দম্পতি।

২০২১ সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশের আর্চারি দল আমেরিকা সফর করেছিল। সেই দলের দুই সদস্য অসীম কুমার এবং আব্দুল হাকিম রুবেল ইতোমধ্যেই আমেরিকায় স্থায়ী হয়েছেন। তাদের পথ অনুসরণ করে এবার আমেরিকায় পাড়ি জমিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। তবে, তাদের এই প্রস্থান ঘুরতে যাওয়া নাকি স্থায়ী হওয়ার উদ্দেশ্যে, তা এখনো স্পষ্ট নয়।

রোমান সানা বাংলাদেশ আনসারে চাকরি করতেন এবং সেখানে সামান্য অর্থ উপার্জন করতেন। বিয়ের পর এই আয়ে পরিবার চালানো তার জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। জাতীয় দলে থাকলেও আর্থিক সুবিধা সীমিত ছিল। ফলে হতাশায় একসময় তিনি জাতীয় দল থেকে অবসর নেয়ার ঘোষণা দেন এবং ফেডারেশনের সঙ্গে মনোমালিন্য হয়। পরবর্তীতে তিনি অবসর ভেঙে খেলায় ফিরতে চাইলেও এখনো জাতীয় দলে ফিরতে পারেননি।

দিয়া সিদ্দিকী বাংলাদেশের অন্যতম সেরা নারী আর্চার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াশোনা করছিলেন। সাংবাদিক বাবার মেয়ে দিয়া এবং রোমানের দাম্পত্য জীবন প্রায় দুই বছরের। এই সময়ের মধ্যে তারা বড় সিদ্ধান্ত নেয়ার সাহস দেখিয়েছেন।

বাংলাদেশ আর্চারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক এই খবর শুনে বিস্মিত। তিনি বলেন, তারা আমাকে এই বিষয়ে কিছু বলেনি। যদি তারা সত্যিই আমেরিকায় স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এটা বড় ধরনের চমক। 

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল জানান, রোমান-দিয়া ছুটিতে ছিল। তারা দেশের বাইরে যাচ্ছে শুনেছিলাম, তবে কোন দেশে এবং কবে যাচ্ছে, সে বিষয়ে কিছু জানায়নি।

রোমান এবং দিয়ার এই পাড়ি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় ধাক্কা। তারা দেশের হয়ে বহুবার সম্মান বয়ে এনেছেন। তবে আর্থিক চ্যালেঞ্জ এবং সামাজিক মর্যাদার অভাব ক্রীড়াবিদদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সূত্র, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়