শিরোনাম
◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:৩৯ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টিতে রেকর্ড, এক দলের ১১ জনই বোলিং করলেন 

স্পোর্টস ডেস্ক: দিল্লি ক্রিকেট দল বিরল এক রেকর্ডের জন্ম দিয়েছে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। শনিবার (২৯ নভেম্বর) মণিপুরের বিপক্ষে ২০ ওভারের ম্যাচে বোলিং করেছে তাদের ১১ ক্রিকেটার। এমন ঘটনা স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে ঘটলো প্রথমবার। ১১ জন বোলার বোলিং করা তো দূরের ব্যাপার, কখনো ১০ জনকে বোলিং করতেই দেখেনি ক্রিকেট বিশ্ব।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মণিপুর। মজার বিষয়, ১১ জন বোলার ব্যবহার করেও তাদের অলআউট করতে পারেনি দিল্লি। তবে মণিপুর যে খুব একটা বড় সংগ্রহ করেছে এমনও না। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান সংগ্রহ করে তারা।

অবশ্য এই রান তাড়া করতে দিল্লিকেও দারুণ পরীক্ষা দিতে হয়েছে। যশ ধুলের অপরাজিত ৫৯ রানে সেই লক্ষ্য ৯ বল ও ৪ উইকেট হাতে রেখে পাড়ি দেয় দিল্লি। - হিন্দুস্তানটাইমস

মণিপুরের ব্যাটিং ইনিংসের সময় দিল্লির হযে এক ওভার করে বোলিং করেছেন আরিয়ান রানা, হিম্মাত সিং, প্রিয়াংশ আরিয়া, অনুজ রাওয়াত ও ধুল। আরিয়া বাদে কেউই অবশ্য উইকেট পাননি। অধিনায়কের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে থাকা আয়ুশ বাদোনি ২ ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। দুই ওভার করে বোলিং করেন আখিল চৌধুরী ও আয়ুশ সিং। এছাড়া হার্শ ত্যাগী, দিগবেশ রাথি ও মায়াঙ্ক রাওয়াত তিন ওভার করে বোলিং করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়