শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪, ০৯:১৬ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনেকেই মনে করছেন ভারতের সঙ্গে সাম্প্রতিক দূরত্বের কারণে আইপিএল নিলামে উপেক্ষিত বাংলাদেশিরা

এল আর বাদল: সোমবার (২৫ নভেম্বর) শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল) নিলাম। এবারের নিলামে ডাকা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারকে। এর কারণ হিসাবে কেউ দেখছেন প্রতিবেশি ভারতের সঙ্গে সাম্প্রতিক দূরত্ব। কারও চোখে ক্রিকেটারদের মান ও সুযোগ পেয়েও অতীতে প্রমাণ করতে না পারা। 

শেষ কবে বাংলাদেশিদের ছাড়া হয়েছে আইপিএল? খুঁজতে গেলে ফিরতে হবে ১৪ বছর পেছনে। সবশেষ ২০১০ সালে। ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে মেগা নিলামে ১৮২ খেলোয়াড় কিনতে খরচ করল ৯২০ কোটি রুপি। অথচ ৩০ লাখ থেকে দুই কোটি রুপির ১২ বাংলাদেশির কেউই দল পেলো না।

আইপিএল-এর সঙ্গে যার সম্পর্কটা সবচেয়ে বেশি সেই সাকিব আল হাসানের নামই ওঠেনি নিলামে। মুস্তাফিজ ও রিশাদের নাম উঠেছিল, কিন্তু আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

আইপিএল-এ কেনো উপেক্ষিত বাংলাদেশি ক্রিকেটাররা? ইতিহাস ঘাটলে দেখা যায় সাকিব-মুস্তাফিজ ছাড়া বাকিদের অভিজ্ঞতা মোটেও ভালো না। খেলতে গিয়ে অপর্যাপ্ত সুযোগ কিংবা ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকা টাইগার ক্রিকেটাদের নিয়মিত ঘটনা। মোহাম্মদ আশরাফুল, মাশরাফি, আব্দুর রাজ্জাক, তামিম ইকবাল কিংবা গত আসরের লিটন দাস সবার গল্প এক। আবার যখন সুযোগ পেয়েছেন তখন নামের প্রতি সুবিচার করতে পারেননি। কলকাতার হয়ে এক ম্যাচে শেষ ওভারে ২৬ রান দিয়ে মাশরাফির ডোবানো কিংবা আশরাফুলের ১০ বলে ২ রান করা তারই উদাহরণ।

তবে মুস্তাফিজ আর সাকিবের ব্যাপারটা আলাদা। গেলো আসরে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। মাহেন্দ্র সিং ধোনীর সঙ্গে বোঝাপড়াটাও প্রকাশ পেয়েছে প্রায় প্রতি ম্যাচে। অন্যদিকে সর্বোচ্চ ৯ আসরে অংশ নেয়া সাকিব নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্স ও আইপিএলের বড় বিজ্ঞাপন। তবুও এ দুই ক্রিকেটার দল না পাওয়ায় হতাশ বাংলাদেশিরা।

তাদের চোখে ক্রিকেটীয়র চেয়ে রাজনৈতিক কারণটাই বড়। নানা ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্ক সাম্প্রতিক সময়ে শীতল। ভারত সফরে বাংলাদেশের ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল ভারতের কট্টরপন্থী সংগঠন হিন্দু মহাসভা। তাই বাংলাদেশি ক্রিকেটার নিলে ফ্র্যাঞ্চাইজির উপর নেতিবাচক প্রভাবের ঝুঁকিও ছিল।

আবার বিসিবির অসহযোগিতাও এড়িয়ে যাবার সুযোগ নেই। আইপিএলের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি প্রায় সময়ই সাংঘর্ষিক। পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র দিতে চায় না বোর্ড। তাসকিন আহমেদ দু’বার দল পেয়েও বিসিবির বাধার কারণে আইপিএল খেলতে পারেননি। আর এবারতো দলই পেলেন না কেউ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শীর্ষ টুর্নামেন্ট থেকে ছেদ পড়ল বাংলাদেশের। তথ্যসূত্র, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়