শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগে নতুন চ্যাম্পিয়ন সিলেট বিভাগ

নিজস্ব প্রতিবেদক: পারলো না বরিশাল বিভাগ। এবার জাতীয় লিগের শিরোপা জিতলো সিলেট বিভাগ। যা তাদের জাতীয় ক্রিকেট ক্যারিয়ারে প্রথম। ঘরের মাঠে সিলেট ৫ উইকেটে বরিশালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চ্যাম্পিয়ন হলো। 

বিজয়ী দলের নেতৃত্বে অধিনায়ক অমিত হাসান। তিনি ঢাকা বিভাগের ক্রিকেটার হলেও জাতীয় লিগটা খেলেন সিলেটের হয়েই। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত কিছু করেছেন এই ব্যাটার।

এই ম্যাচে বরিশাল আগে ব্যাট করে প্রথম ইনিংসে করেছে ৩০৪ রান। জবাবে সিলেটের সংগ্রহ ৩৪২। ৩৮ রানে পিছিয়ে থাকা বরিশাল দ্বিতীয় ইনিংসে অলআউট ১৪২ রানে। সিলেটের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ১০৫। যা তারা করতে কোনো অসুবিধাই হলো অমিত হাসানদের। জয় সূচক রানটাও এসেছে কাপ্তানের ব্যাট থেকে। 

দ্বিতীয় ইনিংসে সিলেটের সর্বোচ্চ রান নাসুম আহমেদের ব্যাটে, ৫২ বলে করেছেন ৪৪ রান। অমিত অপরাজিত ৩৮ রানে। 

৫ উইকেটে জয় পাওয়া ম্যাচে সিলেটের হয়ে বল হাতে নিজের মূল কাজটাও করেছেন নাসুম। ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। তবে সবচেয়ে বড় অবদান দুই পেসার খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজার। দুই ইনিংস মিলিয়ে খালেদের শিকার ৪ উইকেট, রাজা নিয়েছেন ৫ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়