শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ১১:২৭ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ মার্চ শুরু হবে আইপিএল, ফাইনাল ২৫ মে

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম নিয়ে চারিদিকে চলছে তোরজোড়। ক্রিকেট বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যঞ্চাইজি লিগের মেগা নিলাম নিয়ে ভক্ত-সমর্থকদের থেকে শুরু করে ক্রিকেটাররাও অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। এরই মধ্যে জানা গেছে আইপিএলের আগামী আসর মাঠে গড়াচ্ছে ১৪ মার্চ থেকে। 

এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৫ মে। এর পরের আসরেরও দিনক্ষণ চূড়ান্ত করেছে আইপিএলের আয়োজকরা। ২০২৬ সালের আইপিএলের আসর শুরু হবে ১৫ মার্চ থেকে আর ফাইনালে মাঠে গড়াবে ৩১ মে। আর ২০২৭ সালে বিলিয়ন ডলারের এই ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হবে ১৪ মার্চ থেকে আর পর্দা নামবে ৩০ মে। - ক্রিকফ্রেঞ্জি

এরই মধ্যে ইমেইলের মাধ্যমে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে আগামী তিন আসরের দিনক্ষণ জানিয়ে দিয়েছে আইপিএলের আয়োজকরা। এমনটাই জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো। তবে কবে কখন কোথায় হবে আইপিএলের ম্যাচগুলো সেগুলো বিস্তারিত জানায়নি তারা।

নিশ্চিত হওয়া গেছে আইপিএলের আগামী আসরে মোট ৭৪টি ম্যাচ হবে। যা আইপিএলের ২০২২ আসরের তুলনায় অনেকটাই কম। সেবার আইপিএলে মোট ম্যাচ হয়েছিল ৮৪টি। তবে ২০২৩ ও ২০২৪ সালের আইপিএলে ম্যাচ হয়েছিল ৭৪টি করেই। যদিও এর আগে বলা হয়েছিল ক্রমানুযায়ী আইপিএলের আসরগুলোতে ম্যাচের সংখ্যা অনেকটাই বাড়বে।

২০২৭ সালে ফাইনালেসহ মোট ৯৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। এদিকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা পাকিস্তান ছাড়া প্রায় সকল দেশের তারকা সব ক্রিকেটারের আগামী তিন বছরের আইপিএলে খেলার নিশ্চয়তা পেয়েছেন।

এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ১৩ ক্রিকেটারকে আইপিএলে খেলার জন্য সবুজ সঙ্কেত দিয়েছে। এর মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়,  শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

অস্ট্রেলিয়া তাদের সব আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের আইপিএলে খেলার জন্য উন্মুক্ত করে দিয়েছে। ইংল্যান্ড উন্মুক্ত করে দিয়েছে তাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৮ ক্রিকেটারকে। তারা আইপিএলের তিন আসরেই খেলতে পারবেন বলেও নিশ্চয়তা দিয়েছে ইসিবি।

এর মধ্যে আছে  জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, জস বাটলার, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন ও রিস টপলির মতো ক্রিকেটার। আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ক্রিকেটাররাও। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও এবারের মৌসুমের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সব ক্রিকেটারদের। ২০২৬ ও ২০২৭ মৌসুমে রিটেইন করা ক্রিকেটাররাও খেলতে পারবেন আইপিএলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়