শিরোনাম
◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট ক্রিকেট আর খেলবেন না নিউজিল্যান্ডের টি সাউদি

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি মাসেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ইংলিশদের বিপক্ষে হ্যামিল্টন টেস্ট দিয়ে এই সংস্করণের ক্রিকেটে ইতি টানবেন সাউদি।

অবসরের ঘোষণা দিয়ে এই পেসার বলেছেন, বড় হয়েছি নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন নিয়ে। এরপর ব্ল্যাক ক্যাপসদের হয়ে ১৮টি বছর খেলে যাওয়া আমার জন্য বড় সম্মানের।

সাউদি আরও বলেন, তবে যে খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা থেকে সরে যাওয়ার এখনই সঠিক সময়। আমার হৃদয়ে টেস্টের জন্য বিশেষ স্থান আছে। - ডেইলি ক্রিকেট

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসারদের একজন টিম সাউদি। লম্বা ক্যারিয়ারে কিউইদের অর্জনের মুকুটে অনেক পালক যোগ হয়েছে তার হাত ধরে। ডানহাতি এই পেসার এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন।

২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয়েছিল সাউদির। সেই ইংলিশদের বিপক্ষে ম্যাচ দিয়েই সাদা জার্সি তুলে রাখতে যাচ্ছেন কিউই তারকা পেসার। এ প্রসঙ্গে সাউদি বলেন, যাদের বিপক্ষে এই লম্বা যাত্রার শুরুটা হয়েছিল, তাদের বিপক্ষেই এত বড় একটা সিরিজ এবং যে তিনটা মাঠ আমার কাছে অবিশ্বাস্য রকমের বিশেষ, সেখানে খেলতে পারাটা আমার ক্যারিয়ারের সমাপ্তির জন্য দারুণ মানানসই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়