শিরোনাম
◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ১০:১৫ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: কদিন পরেই শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের আগে প্রথম প্রস্তুতি ম্যাচেই হোঁচট খেয়েছিল বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩ রানে হেরেছিল তারা। অবশ্য দ্বিতীয় ম্যাচেই চমক দেখিয়ে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪০ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের নারী দল। জবাবে খেলতে নেমে ১১৭ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। মূলত দলীয় নৈপুণ্যেই পাকিস্তানকে অল আউট করে টাইগ্রেসরা। - ক্রিকফ্রেঞ্জি

মারুফা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার নেন দুটি করে উইকেট একটি উইকেট পান নাহিদা আক্তার। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন ওমাইমা সোহেল। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান এসেছে ওপেনার গুল ফিরোজার ব্যাট থেকে।

শুরু থেকেই পাকিস্তানের ব্যাটারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাঁসফাঁস করতে বাধ্য করিয়েছেন বাংলাদেশের বোলাররা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিলে আর বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি পাকিস্তান। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

ব্যাট হাতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দিলারা আক্তার ও সাথী রানী। ৩৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দিলারা ১০ রান করে ফিরে যান।

এরপর ওয়ান ডাউন ব্যাটার সোবহানা মোস্তারি ১৫ রানের বেশি করতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে ২৩ রানের ইনিংস খেলেন রানী। এরপর অধিনায়ক নিগার সুলতানার ১৮, তাজ নাহারের ১৭ রানে লড়াইয়ের সাহস পায় বাংলাদেশ।

শেষদিকে ১৭ বলে ২৮ রানের ক্যামিও খেলেছেন স্বর্ণা। তাকে আর কেউ যোগ্য সঙ্গ দিতে না পারলেও তাতেই বাংলাদেশের লড়াইয়ের সংগ্রহ নিশ্চিত হয়ে যায়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন সাদিয়া ইকবাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়