নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে প্রথমটায় ভুটানের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচটিতে জয়ের দেখা পেলো না লাল-সবুজের দল। রোববার (৮ সেপ্টেস্বর) দ্বিতীয় ম্যাচে আরও ভালো খেলার লক্ষ্য ছিল জামাল-মোরসালিনদের। কিন্তু উল্টো তারা হেরে গেছে সফরকারীরা। ফিফা র্যাংকিংয়ে দুইধাপ এগিয়ে থাকা ভুটান শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছিল। ৯০ মিনিটের মাথায় গোল হজম করে বাংলাদেশ।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লাল-সবুজের জার্সিধারীরা। গত ৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে ১-০ গোলে জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু রোববার আর জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি জামাল ভূঁইয়ারা।
আপনার মতামত লিখুন :