শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০১:২৮ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিষ্মিত আইসিসি

ভারতের অসহযোগিতা সত্ত্বেও আত্মবিশ্বাসী পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে  এ নিয়ে অনিশ্চয়তার শেষ নেই। টুর্নামেন্ট নিয়ে নয়, অনিশ্চয়তা ভেুন্য নিয়ে। পাকিস্তান গিয়ে খেলতে রাজি নয় ভারত, সে কারণেই এই অনিশ্চয়তা। তবে আসর ঘিরে এরই মধ্যে টুর্নামেন্টের খসড়া সূচি তৈরি করে ফেলেছে পাকিস্তান। প্রস্তুত তিনটি ভেন্যুও। সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান।  

ভারতের দাবি, তাদের ম্যাচগুলো শ্রীলংকা কিংবা আরব আমিরাতের মাটিতে আয়োজন করার। সব মিলিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে এখন বড় বাধা ভারত। তবে সেই বাধা সত্ত্বেও নিজেদের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির আসর আয়োজনে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান, যা শুনে বিস্মিত খোদ আইসিসি। ক্রিকেট পাকিস্তানের সংবাদে বলা হয়েছে এমনটিই।

ভারতের পক্ষ থেকে হাইব্রিড মডেলের দাবি তোলা হলেও, তা আমলে নিচ্ছে না পাকিস্তান। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে- টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দলগুলোর পাকিস্তানে আসতে কোনো সমস্যা না থাকলে ভারতের কেন এত সমস্যা। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে পাকিস্তানেই আসতে হবে তাদের। এ ক্ষেত্রে তারা ভারতের বিকল্প হিসেবে শ্রীলংকার নামও ভেবে রেখেছে।

তবে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে আইসিসির সূত্র বলছে, টুর্নামেন্টের ৬ মাস বাকি থাকলেও ভারতকে নিয়ে কোনো পরিকল্পনা করেনি পিসিবি। আরব আমিরাত না শ্রীলংকায় তাদের ম্যাচ আয়োজন করা হবে, সে সম্পর্কে কোনো আলোচনা করেনি তারা। ভারত সমস্যা সমাধানে বিকল্প ভেন্যু ও এর জন্য সম্পূরক বাজেট বরাদ্দ নিয়েও আলোচনা করেনি। যার ফলে শেষ মুহূর্তে সমস্যা দেখা দিলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে, যা নিয়েই বিস্ময় প্রকাশ করেছে আইসিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়