শিরোনাম
◈ ভারতে ফের সীমান্ত হত্যাকান্ড: মেঘালয়ে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত ◈ নির্বাচন নিয়ে কৌশলী বিএনপি, তারেক রহমান দেশে আসার পর জোরেশোরে মাঠে নামার পরিকল্পনা ◈ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশু নিহত ◈ ভারতের ৪ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২৬ টি-টোয়েন্টি দল থেকে বাদ! ◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত

প্রকাশিত : ২৫ মে, ২০২৪, ১১:০০ রাত
আপডেট : ২৫ মে, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যাঙ্কুভারের বিপক্ষে খেলবেন না মেসি-সুয়ারেজ, প্রতিপক্ষ সমর্থকদের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারে (এমএলএস) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিরুদ্ধে মাঠে নামবে ইন্টার মায়ামি। রোববার (২৬ মে) কানাডায় ভোরে শুরু হওয়া এ ম্যাচে মায়ামির আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি, উরুগুয়ের লুইস সুয়ারেজ ও সের্হিও বুসকেতসকে দলে রাখেনি কোচ জেরার্দো মার্তিনো। দলের সেরা তিন তারকা না থাকায় উত্তাপ হারিয়েছে এই ম্যাচের। 

সাম্প্রতিক সময়ে চোট নিয়ে বেশ ভুগছেন এলএমটেন। সামনে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে জাদুকর মেসির জন্য। তাই আপাতত তাকে ঝুঁকি এড়ানোর জন্য পরিকল্পনা করে খেলানোর পথেই হাঁটছেন মায়ামি কোচ মার্তিনো।


এ বিষয়ে মার্তিনো বলেছেন, আমরা বুঝতে পারছি যে অনেক সমর্থক হতাশ হবে। কিন্তু কখনো কখনো আমাদের দলের জন্য সেরাটা করতে হয়। গত বৃহস্পতিবার অনুশীলনের পর কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে বৈঠক হয়েছে। আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি যে তারা (মেসি, সুয়ারেজ ও বুসকেতস) লম্বা এই সফরের ধকল সামলে ভ্যাঙ্কুভারে খেলতে যাবে না।


মেসির কানাডা না যাওয়ার এ সিদ্ধান্ত মানতে পারছেন না ভ্যাঙ্কুভারের সমর্থকেরা। যেখানে ইতোমধ্যে ৫০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। যে টিকিটের সর্বনিম্ন মূল্য হচ্ছে ২৪০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার টাকা)। -প্রথম আলো

এই ম্যাচ নিয়ে ভ্যাঙ্কুভার ভক্তদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আসিফ লালানি নামের একজন দলের বিবৃতির প্রতিক্রিয়ায় লিখেছেন, তারা এই ম্যাচের টিকিটের দাম বাড়িয়েছে এই খেলোয়াড়দের (মেসি, সুয়ারেজ ও বুসকেতস) জন্য। প্রতি টিকিট ৪০০ ডলার। অথচ একই ভেন্যুতে অন্য ম্যাচের টিকিটের দাম হয় ৫০ ডলার। যেভাবেই হোক ক্ষতিপূরণ দিতে হবে তাদের। আমি বুঝতে পারছি, বিষয়টা আমাদের হাতে নেই। কিন্তু টিকিটের দাম বাড়ানোর জন্য আপনারাই দায়ী।

এর আগে গত ফেব্রুয়ারিতে প্রাক-মৌসুম সফরে হংকংয়ে গিয়ে মাঠে নামেননি মেসি। সেই ঘটনা নিয়ে বেশ বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়েছিল মেসি ও মায়ামিকে। এমনকি এর জেরে চীনে আর্জেন্টিনার প্রীতি ম্যাচও শেষ পর্যন্ত বাতিল করা হয়েছিল।


এখন কানাডায় একই ধরনের ঘটনা এড়াতে সমর্থকদের সতর্ক করে বিবৃতি দিয়েছে ক্লাবটি। বিবৃতিতে ক্লাবের প্রধান নির্বাহী অ্যালেক্স শুস্টার বলেছেন, আমরা বুঝতে পারছি যে মেসি, সুয়ারেজ ও সের্হিও বুসকেতস এই সফরে আসতে পারবে না। প্রতিপক্ষ দলে কারা খেলবে, সে নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে সমর্থকদের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব এটা জানানো।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়