শিরোনাম
◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ০৩:১৫ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ফিদে মাস্টার নীড়ের কাছে হারলো ভারতীয় গ্র্যান্ডমাস্টার

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে যে খেলাই হোক না বাড়তি উত্তেজনা বিরাজ করে বাংলাদেশের দর্শকদের মাঝে। এবার থাইল্যান্ডে অনুষ্ঠিত ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন ২০২৪-এ ভারতের গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুকে হারিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মনন রেজা নীড়।

সোমবার তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার নীড় সাদা গুঁটি নিয়ে রুই-লোপেজ পদ্ধতিতে খেলে ৭০ চালের মাথায় গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুর বিপক্ষে জয়ী হন। ৩ খেলায় ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় ১২ জনের সাথে মিলিতভাবে শীর্ষে রয়েছেন মনন রেজা নীড়।

এছাড়া তিন খেলায় ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান পেয়েছেন দুই পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার নাইম হক অর্জন করেছেন দেড় পয়েন্ট। কোনো পয়েন্ট পাননি উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসরিক সায়হান শান। তৃতীয় রাউন্ডের খেলায় ভারতের বসন্ত কুমার রাজেসকে পরাজিত করেন ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান।

রাশিয়ার বাবাক ইউলিয়া রোহল্যান্ডের সাথে ড্র করেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। ভারতের গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহর কাছে ফিদে মাস্টার নাইম হক ও ভারতের তানিশ রাগাভানের কাছে হেরে যান তাসরিক সায়হান শান।

দাবাড়ু মনন রেজা নীড় বেড়ে উঠেছেন নারায়ণগঞ্জে। জিতেছেন শেখ কামাল যুব গেমসে দাবা ডিসিপ্লিনের স্বর্ণ। বয়সভিত্তিক পর্যায়ে শিরোপা জেতার পাশাপাশি জাতীয় দাবায় শীর্ষ কয়েকজনের মধ্যে থাকেন স্কুল পড়ুয়া এ শিক্ষার্থী। -আরটিভি

স্বীকৃতি পেয়েছিলেন দেশের বাইরে আন্তর্জাতিক এক টুর্নামেন্টে সেরা বিদেশি দাবাড়ুর। অল্প বয়সেই দাবার ক্যান্ডিডেট মাস্টার টাইটেল থেকে হয়েছেন ফিদে মাস্টার। এরপরের দুই ধাপ আন্তর্জাতিক মাস্টার ও গ্র্যান্ডমাস্টার। সম্ভাবনাময়ী এই দাবাড়ুর পেছনে বিশেষভাবে নজর রাখছে দাবা ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়