মুসবা আলিম তিন্নি: [২] আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সমালোচনা করতে গিয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রতিষ্ঠাতা কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া।
[৩] জাতীয় নির্বাচন নিয়ে কি প্রত্যাশা ও ভাবনা তিনি ‘আমাদের সময় ডটকম’কে বলেন, সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৩০০ প্রার্থীর বিপরিতে ওই দলেরই স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৪২৯ জন। দেশে-বিদেশে তাই এমন নির্বাচনকে ঘিরে নানা প্রকার সমালোচনা শুরু চলছে।
[৪] খালেকুজ্জামান বলেন, বাংলাদেশে এ পর্যন্ত ১১ বার সংসদ নির্বাচন হয়েছে। তবে কোনো নির্বাচনই গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুরোপুরিভাবে অনুসরণ করে হয়নি। প্রথম নির্বাচন হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। সেখানে বিশ^বিদ্যালয়ের ভিসিসহ চারজন শিক্ষক ভোট দিতে পারেননি, তাদের ভোট হাইজ্যাক হয়ে গিয়েছিল। এরপর সামরিক শাসনামলে যে নির্বাচন হয়েছিলো, সেটা নিয়ে আলোচনা না করাই ভালো। বিএনপি দল গঠন করার এক বছরের মাথায় বুলেটের গতিতে নির্বাচন করে ২৬০টি সিট পেয়ে সরকার গঠন করলো।
[৪] বাসদ প্রতিষ্ঠাতা বলেন, এরপর যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো সাময়িক নিরাময়ের। এরপর তো বিনা ভোটের নির্বাচন হয়েছে, তারপরে নিশিভোটে সরকার গঠন হয়েছে। আর এখন যেই নির্বাচন হতে যাচ্ছে, সেটা তো নির্বাচনই নয়। সেটা এখন নির্বাচন নির্বাচন খেলা, আমি আর ডামির নির্বাচন। কারণ, জনগণ এখন আর ভোটকেন্দ্রে যায় না, জনগণের আগ্রহও নেই এই বিষয়ে। সুতরাং এটা একটি ঘরোয়া খেলা ছাড়া আর কিছুই না।
[৫] কমরেড খালেকুজ্জামান বলেন, রাজনীতি এখন এমন একটি জায়গায় পৌঁছেছে, যেমন কাঁঠাল ভাঙ্গলে মাছি উড়ে এসে বসে পড়ে, কোনো মাছিকে দাওয়াত দিতে হয় না, তেমনি এখন ভোগ বিলাসের রাজনীতিতে যাদের শর্টকাটে প্রচুর অর্থকড়ির প্রয়োজন, তারাই রাজনীতিতে এসে জমা হচ্ছে। পৃথিবীর কোথাও তো আসলে এতো সহজে ধনী এবং ক্ষমতাশীল হওয়ার ব্যবস্থা নেই, যেটা এই দেশে রয়েছে। যে কারণে নায়ক-নায়িকা, খেলোয়াড়, ব্যবসায়ী থেকে শুরু করে যে কেউই এই নির্বাচনে অংশ নিতে পারছেন। এটা সহজ কথায় বলা যায়, লুটপাটের একটা সহজ রাস্তা হচ্ছে এই নির্বাচনের নামে প্রহসন। অথচ দরকার ছিলো জনগণের প্রতিনিধির এবং জনগণের মতামতের। বর্তমানে তো এটা পুরোপুরি ভাবেই উঠে গেছে। নেতা-নেত্রীরা কি আর দেশের মানুষকে নিয়ে ভাববে বা তাদের ভাবার সময় আছে?
[৬] নির্বাচনে যাচ্ছেন কি-না, এই প্রসঙ্গে খালেকুজ্জামান বলেন, যেখানে নির্বাচনের কোনো পরিবেশ নেই, সেখানে আমরা এই ধরনের নির্বাচনে অংশগ্রহন করি না। সম্পাদনা: তারিক আল বান্না
এমএটি/টিএবি/এনএইচ