শিরোনাম
◈ তিন পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে রেড নোটিস জারি করতে ইন্টারপোলকে চিঠি ◈ ভিসা নিয়ে যে বার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার ◈ “ডাকসু নির্বাচন নিয়ে হঠাৎ নাটকীয়তা, উত্তেজনায় ফেটে পড়ল ঢাবি ক্যাম্পাস” ◈ জিয়া পরিবার নিয়ে কুটুক্তি: বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ◈ ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআরের সহকারী কমিশনার মিতু বরখাস্ত ◈ এক ম্যাচ হাতে রেখেই নেদারল‌্যা‌ন্ডসের বিরু‌দ্ধে  সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ সেনাবাহিনীর শীর্ষ ৬ পদে রদবদল ◈ ফাইভ-জি চালু করল গ্রামীণফোন ও রবি ◈ প্রেমের বিয়ের সাত মাস পর স্ত্রীর পরকীয়া দেখে স্বামীর আত্মহত্যা!

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৩, ০৮:৫৯ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২৩, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন মাসের কর্মসূচি ঘোষণা

রিয়াদ হাসান: [২] প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

[৩] শনিবার (৮ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। 

[৪] আগামী ১৫ জুলাই ঢাকায় বিক্ষোভ সমাবেশ, ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত থানা ও জেলায় তৃণমূল প্রতিনিধি সমাবেশ এবং সেপ্টেম্বরে মাসব্যাপী  জেলা ও মহানগরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

[৫] রেজাউল করীম বলেন, ক্ষমতাসীন সরকার অবৈধ। দিনের ভোট রাতে বক্সে ভরে তারা ক্ষমতায় বসে আছে। এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। জনগণের জানমাল ইজ্জত অক্ষুণ্ন রেখে আমরা আন্দোলন করব। আমরা রাজনীতির গুণগত পরিবর্তন করার জন্য কাজ করে যাব। এই দাবি আদায়ে আমরা আমাদের অবস্থানে থেকে আন্দোলন করব, ইনশাআল্লাহ।

[৬] দলের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, আওয়ামী লীগকে নামানো কঠিন। জগদ্দল পাথরের ন্যায় ১৫ বছর ধরে বসা। তারা কি এভাবে ক্ষমতা ছেড়ে দেবে? এ জন্য আমাদের রক্ত লাগবে। রক্ত যদি লাগে দিতে হবে। সেই প্রস্তুতি আমাদের রাখতে হবে। যখন যে ডাক আসে সেই ডাকে সাড়া দিতে হবে।

[৭] দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, তারা ক্ষমতার জন্য সব কিছু বলতে পারে। তারা ক্ষমতার জন্য বলতে পারে কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে উল্লেখ ছিল, কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। অথচ হয়েছে উল্টোটা। আবার আওয়ামী লীগ চলে গেলেই সব বেহেশত হয়ে যাবে এটা ভাবারও কোনো কারণ নেই।

[৮] সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়