শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমান সরকার আর বেশি দিন নেই: দুদু

রিয়াদ হাসান: বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এই সরকার সহজে ক্ষমতা ছাড়বে এটি আমি মনে করি না। তাদের ক্ষমতা ছাড়া করতে হবে। কর্তৃত্ববাদী, স্বৈরতান্ত্রিকরা সহজে ক্ষমতা ছেড়েছে বিশ্বে এমন নজির নেই। বাংলাদেশেও নেই। বর্তমান আওয়ামী লীগ সরকার আর বেশি দিন নেই। এই বছর পার করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। কোনো জুলুমবাজ, ক্ষমতা অপহরণকারী, গণতন্ত্র নস্যাৎকারীকে দেশের মানুষ কখনো পছন্দ করেনি, মেনে নেয়নি।
 
শুক্রবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সূত্র: বাংলা ট্রিবিউন

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের মানুষ যারা ৫২ বছর আগে এক সাগর রক্তের বিনিময়ে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিল, তারা তাদের প্রতিনিধিকে পছন্দমতো নির্বাচিত করতে চায়। বিএনপি এবং বিরোধী দল এই কথা যখন বলতো, সরকার তখন উপহাস করতো। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন একটি স্বাধীন দেশের কী মর্মান্তিক অবস্থা তৈরি করেছে। এটি এই দেশের দিকে না তাকালে বোঝা যাবে না।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের ভিসানীতি কখনো বিচার বিভাগকে স্পর্শ করেনি। এবারের ভিসানীতির মধ্য দিয়ে বিচার বিভাগকেও তার আওতাভুক্ত করা হয়েছে। কে করেছে? এই সরকারের অপনীতি, লোভ, লুটপাট, সীমাহীন দুর্নীতির কারণে আজকে বিশ্বের কাছে বাংলাদেশ একটি ভয়ংকর রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। আমেরিকা থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া সবাই এখন এক ভাষায় কথা বলছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরো বলেন, বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান, বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আসুন আমরা রাজপথে নেমে আসি। ইনশাআল্লাহ, এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না।

জিনাফের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেছার আহমেদের সঞ্চালণায় প্রতিবাদী মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ এর সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন প্রমুখ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

আরএইচ/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়