 
    
মহসীন কবির: রাজশাহীতে বিএনপির সমাবেশ শুরু, বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। শ্লেগানে মখুরিত পুরো মাঠ। শনিবার (৩ ডিসেম্বর) ভোর থেকে গণসমাবেশের জন্য রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ খুলে দেয় পুলিশ। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজশাহীর সমাবেশে আসেন বিএনপি নেতাকর্মীরা।
বিএনপি কর্মীরা জানান, গণসমাবেশস্থলের অগ্রভাগে বসার জন্য তারা আগেভাগেই মাদ্রাসা মাঠে চলে এসেছেন। আর বিএনপির নেতারা বলছেন, দুপুর ২টা থেকে গণসমাবেশ শুরু কথা থাকলেও নেতাকর্মীরা চলে আসায় তারা দুপুর ১২টা থেকেই গণসমাবেশ শুরু করবেন। সমাবেশে প্রথমে স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। পরে শেষদিকে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। সময় ও ডিবিসি টিভি
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
