শিরোনাম
◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল ◈ ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত ◈ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ (ভিডিও) ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন গলার কাটা, সুযোগ নিতে পারে অন্যরা ◈ প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যতের পরিকল্পনা ফাঁস করলেন সজীব ওয়াজেদ জয়!

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্চে জায়গা হয়নি সাক্কু-কায়সারের

কর্মীদের কাতারে সাক্কু-কায়সার

শাহাজাদা এমরান : গত ১৫ জুনের কুমিল্লা সিটি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশগ্রহণ করে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। একই কারণে বহিষ্কার হয়েছেন  স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগরের  সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার।

শনিবার বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে। গত প্রায় এক মাস ধরে সমাবেশ সফল করতে দিনরাত এক করে প্রচারণা চালিয়েছেন পৃথকভাবে  সাক্কু-কায়সার।

শনিবার সকালে সম্মেলনস্থলে আসেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাক্কু। তবে মঞ্চে উঠতে দেখা যায়নি তাকে। একই অবস্থা কায়সারেরও। এই দুই নেতাই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন নিজ নিজ কর্মীদের কাতারে।

সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থল টাউন হলের রফিকুল ইসলাম মুক্ত মঞ্চে নেতাকর্মীদের নিয়ে  অবস্থান করছেন সাক্কু। আর নিজাম উদ্দিন কায়সার ওই মঞ্চের কিছুটা দূরে নেতাকর্মীদের নিয়ে হাজির হয়েছেন।

সমাবেশের মাঠে মনিরুল হক সাক্কু বলেন, দল আমাকে বহিষ্কার করলেও আমি দল ছাড়ব না। ৪৪ বছর ধরে বিএনপি করছি। আমি সমাবেশ শুরু হওয়ার বহু আগে থেকে প্রচারণা চালিয়েছি। হাজার হাজার নেতা-কর্মীকে গত চারদিন ধরে খাবার ও থাকার ব্যবস্থা করেছি। সমাবেশ উপলক্ষে আমি সকাল ৯ টায় টাউন হলে এসেছি। কর্মীদের সঙ্গে মাঠে আছি।

নিজাম উদ্দিন কায়সার বলেন, আমি বিএনপির রাজনীতি করি। কি পরিস্থিতিতে নির্বাচন করেছি সবাই জানেন।  দলকেও বিষয়টি জানিয়েছি।  সমাবেশস্থলে এসেছি বিএনপির কর্মী হিসেবে। বিএনপি আমার রক্তের  সঙ্গে মিশে আছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়