শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের দৃষ্টি ভিন্নদিকে ফেরাতেই জঙ্গি ছিনতাই নাটক: মির্জা ফখরুল

শাখাওয়াত মুকুল: ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা সরকারের নাটক। আন্দোলন থেকে সরকার জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চায়। 

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
তিনি বলেন, আমাদের ৩৫লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েই শেষ করেনি। তারা আমাদের ‘বহু নেতাকর্মীদের নির্যাতন, গুম করেছে, খুন ও গায়েবি মামলা অব্যাহত রেখেছে। এখন আবার আদালতপাড়া থেকে জঙ্গি ছিনতাই নাটক সাজাচ্ছে। এসব নাটকের উদ্দেশ্যও আছে। উদ্দেশ্য হচ্ছে, মানুষ তাদের দাবি নিয়ে যে আন্দোলন শুরু করেছে, সেটা ডাইভার্ট করার চেষ্টা করা।

মির্জা ফখরুল বলেন, আজকে পেপারে এসেছে, কারওয়ানবাজারে ককটেল ফাটাতে দেখেনি কেউ, তারপরেও সেখানে দেড়শ জনের বিরুদ্ধ মামলা দিয়েছে। ইতোমধ্যে ৯৬টি মামলা হয়েছে। সাড়ে চার হাজার আসামি করা হয়েছে। 

জনগণের যে দুঃখ-কষ্ট, তাদের যে ব্যথা-বেদনা, চাহিদা, তাদের যে চোখের ভাষা, এসব আওয়ামী লীগ এখন দেখতেও পারে না, বুঝতেও পারে না। ওরা এখন সিঙ্গাপুরের চটকটার আলোতে ঘুরে। কানাডার বেগমপাড়ার নিরাপদ আশ্রয় খুঁজে। মালয়েশিয়াতে একটা সেকেন্ড হোম খুঁজে বেড়ায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দুর্ভিক্ষ নিয়ে আসে। আমরা ১৯৭৪ এর দুর্ভিক্ষ দেখেছি। এখানে অনেকেই দেখেছেন। সেই সময় সংগ্রাম করেছেন। সেই সময়কার সরকারের দুর্নীতি, তাদের লুটপাট সবাই দেখেছে।

এসএম/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়