শিরোনাম
◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও)

সারাদেশে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে জামায়াতে ইসলামী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

‎রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।

‎বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে জামায়াতে ইসলামীর প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছ থেকে এনআইডি কার্ডের তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন। এটি স্পষ্টত নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। আমরা এ বিষয়ে তথ্য-প্রমাণসহ নির্বাচন কমিশনে একাধিক লিখিত অভিযোগ জমা দিয়েছি।’

‎বিএনপি নেতাদের আশঙ্কা, ডিজিটাল পেমেন্ট গেটওয়ের তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা বা কারচুপির কোনো বিশেষ নীল নকশা থাকতে পারে।

এ সময় ‎পোস্টাল ব্যালট নিয়ে ক্ষোভ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বৈঠকে আলোচিত অন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল প্রবাসী ও অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট।’ মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘বিদেশের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে দলীয় প্রতীকের বিন্যাস সঠিকভাবে করা হয়নি। ব্যালটে ধানের শীষ প্রতীককে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে মনে হচ্ছে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার অপচেষ্টা চলছে। কমিশন এক্ষেত্রে পক্ষপাতিত্বের পরিচয় দিচ্ছে।’

‎তিনি আরও দাবি করেন, দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের ক্ষেত্রে যেন অবশ্যই প্রতীক বরাদ্দের পর ব্যালট সরবরাহ করা হয়। ‎এ সময় বিএনপি মহাসচিব নির্বাচন কমিশনকে আরও নিরপেক্ষ এবং কঠোর হওয়ার আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। কিন্তু মাঠ পর্যায়ে যেভাবে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এবং কমিশন যেভাবে নির্লিপ্ত থাকছে, তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় দেখা দিচ্ছে। আমরা আশা করি, কমিশন আমাদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়