শিরোনাম
◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪০ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও লাঠি নিয়ে আসলে বিএনপির খবর আছে: কাদের

মহসীন কবির: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আবারও লাঠি নিয়ে আসলে বিএনপির খবর আছে। বিএনপিকে মোকাবেলায় রাজপথে প্রস্তুত আছে আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজনে ‘নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা স্মারক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, আওয়ামী লীগের পরিচয়ে আমাদের সহযোগী সংগঠনের পরিচয়ে যারাই অপকর্ম করবে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, কোনো অপরাধীকে আওয়ামী লীগ ছাড় দেবে না। নেত্রী ছাড় দেবেন না। নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে জমিদারি করবেন শেখ হাসিনা সেটা কোনোদিন ক্ষমা করবেন না। জনপ্রতিনিধির জমিদারি মানসিকতা নিয়ে শেখ হাসিনার দলে থাকতে পারে না। বঙ্গবন্ধুর দলে থাকতে পারে না।’

তিনি বলেন, ‘এই যে এত অর্জন, এত উন্নয়ন শেখ হাসিনার। দুই চার-জনের অপকর্মের জন্য যেন ম্লান না হয়ে যায়। আওয়ামী লীগের পরিচয়ে আমাদের সহযোগী সংগঠনের পরিচয়ে যারাই অপকর্ম করবে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অপরাধীকে আওয়ামী লীগ ছাড় দেবে না। নেত্রী ছাড় দেবেন না। তার এত বড় সাফল্যকে ম্লান হতে দেবেন না এ অপকর্মকারীদের জন্য।’

তিনি আরও বলেন, স্পষ্ট করে বলতে চাই দোষ করে গুটি কয়েক, দুর্নাম হয় গোটা সরকারের। দুর্নাম হয় গোটা পার্টির, এটা আমরা হতে দেব না। যারা যেখানে অপকর্ম করছেন সব খবর নেত্রীর কাছে আছে। সবার এসিআর আছে, সময় মতো টের পাবেন। কেউ কেউ টের পাচ্ছেন। বাকিরা সামনে পাবেন। যমুনা, ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়