ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি। এছাড়া বৃহস্পতিবার নির্বাচনি প্রচারে রাজশাহীতে যাবেন তিনি।
শনিবার রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি আসনের দলীয় প্রার্থী এবং দলের মহানগর ও জেলা বিএনপি নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্তের কথা জানান তারেক রহমান।
তার আগমন উপলক্ষ্যে রোববার বিএনপির ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিভাগের বিভিন্ন জেলার ২৪টি আসনের দলীয় প্রার্থীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে বিএনপির ময়মনসিংহ-৪ (সদর) আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ও জামালপুর-৫ (সদর) আসনের প্রার্থী ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থী ইঞ্জিরিয়ার এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুসহ অন্য নেতারা জনসভাস্থল সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেন।
তারেক রহমানের রাজশাহী যাওয়ার বিষয়টি নিশ্চিত করে রাজশাহী-২ (মহানগর) আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু জানান, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি চেয়ারম্যান বিশাল নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। রোববার সকাল থেকে মাদ্রাসা মাঠে সভার মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। নগরীতে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সমাবেশকে সফল করতে শুরু হয়েছে প্রচারণা। সর্বশেষ তিনি ২০০৩ সালে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণে রাজশাহী এসেছিলেন। এবারের সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ। মাদ্রাসা মাঠে তিন জেলার কয়েক লাখ নেতাকর্মী অংশ নেবেন।
মিজানুর রহমান আরও জানান, বৃহস্পতিবার বিমানযোগে দুপুর সোয়া ১২টায় রাজশাহীতে নামবেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি যাবেন মাদ্রাসা মাঠের সমাবেশস্থলে। রাজশাহীর সমাবেশ শেষ করে সড়কপথে নওগাঁ যাবেন। সন্ধ্যার পর নওগাঁ বাইপাসে নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন। পরে সড়কপথে বগুড়ায় যাবেন। ওই রাতেই বগুড়াতে আরেকটি নির্বাচনি সমাবেশ করবেন। সমাবেশ শেষ করে বগুড়ায় বিএনপি চেয়ারম্যানের রাতযাপনের সম্ভাবনা রয়েছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, শনিবার রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল সভায় রাজশাহীর ছয় আসনের দলীয় প্রার্থী ছাড়াও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, নাটোর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালকদার দুলু অংশ নেন।
বরিশালে আবারও তারেক রহমানের জনসভার তারিখ পরিবর্তন: বরিশাল ব্যুরো জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশালের বেলসপার্কে জনসভার নির্ধারিত তারিখ আবার পালটে গেছে। একের পর এক সময় পরিবর্তনের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে নির্বাচনি জনসভা নিয়ে। তবে বিএনপি নেতারা বলছেন- সিডিউল জটিলতার কারণে আবারও নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। তার বরিশাল সফর বাতিল হয়নি, পরবর্তী তারিখ কেন্দ্র থেকে জানানো হবে। এর আগে জনসভার দিন প্রথমে ২৬ ও পরবর্তীতে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, তারেক রহমান এখন সারা দেশের বিভিন্ন স্থানে জনসভা করছেন। তাই সিডিউল রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
সূত্র: যুগান্তর