শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৫, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও)

টাইমস অব ইন্ডিয়া: কাযর্ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা কলকাতায় বৈঠক করে বাংলাদেশে আন্দোলন কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের পর কেন্দ্রীয় নেতারা সোমবার কলকাতার একটি স্থানে বৈঠক করেন। তারা মঙ্গলবার থেকে দেশে উত্তেজনা সৃষ্টি ও আন্দোলন শুরু করার পরিকল্পনা করেছেন।  ‘আওয়ামী নেতাস ইন এক্সাইল প্লান স্টেয়ার ইন বাংলা’ শীর্ষক প্রতিবেদনে এ কথা লিখেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অব ইন্ডিয়া। 

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই রায় একটি "ন্যায়ের ছদ্মবেশে অন্যায়" এবং আদালতের কোনো বৈধতা নেই। রায়টি আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে গৃহীত হয়েছে। তিনি আরও বলেন, সরকার জনগণের প্রতিক্রিয়া দমন করতে চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না, কারণ মানুষ ইতিমধ্যেই রাস্তায় নেমেছে।

এক শীর্ষ নেতা জানিয়েছেন, রায়ের ফলাফল আগেই নির্ধারিত ছিল। তিনি বলেন, "বিচার ব্যবস্থাকে ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে বাইরে রাখার চেষ্টা করা হয়েছে।" কেন্দ্রীয় কমিটি রায় ও বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিশোধমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে এবং দাবি করেছে, অনুপস্থিতিতে বিচার হয়েছে, আইনজীবীদের আদালতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছ হয়নি।

ওবায়দুল কাদের জানিয়েছেন, শীঘ্রই শেখ হাসিনার অনুমতি নিয়ে যমুনা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হবে। এটি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এবং জনমত প্রকাশের উদ্দেশ্যে করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়