শিরোনাম
◈ একের পর এক নিষেধাজ্ঞা, ঢাকা-দিল্লি সম্পর্ক কোন দিকে? নানা প্রশ্ন ◈ স্থলপথে কেন বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞা, জানাল ভারত ◈ খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ ◈ ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে-সৌদি আরবে ◈ সাফ শি‌রোপা জেতা হ‌লো না বাংলা‌ে‌দে‌শের, ভার‌তের কা‌ছে টাইব্রেকারে হে‌রে গে‌লো ◈ ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, দিলীপ ঘোষের হুঁশিয়ারি: ‘বাংলাদেশ টক্কর দিলে বাঁচবে না’ ◈ যে ‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত হয় ◈ আইসিসি’তে জয় শাহ: ক্রিকেটে শক্তির ভারসাম্য নষ্ট করছে ভারত? ◈ সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে যা জানালেন আইএসপিআর ◈ ‘ইউনিফর্ম পড়ে আসছি, আমি কাপুরুষ না’- চাকরিচ্যুত সেনাদের উদ্দেশ্যে সেনাবাহিনীর কর্মকর্তা (ভিডিও)

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৩:০৩ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে নুরুল হক নুর লাইভে এসে যা বললেন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসার সামনে গিয়ে ফেসবুক লাইভে বক্তব্য দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বারিধারা ডিওএইচএসের বাসার সামনে ফেসবুক লাইভ করেন ডাকসুর সাবেক এই ভিপি।

ফেসবুক লাইভে নুর বলেন, আমাদের এক সহকর্মীকে অন্যায়ভাবে শেরেবাংলা নগর থানায় আটক করা হয়েছে। তাকে কেন আটক করা হয়েছে তার পরিষ্কার জবাব জানতে এখানে এসেছি।

তিনি বলেন, আমাদের সহকর্মী জিল্লুরকে আটকের খবর পাই। খবরটি জানার পরে সেখানকার ওসি, ডিসি এমনকি ডিআইজি লেভেলে যোগাযোগ করে জানতে পারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল জিল্লুর। পরে তার বিরুদ্ধে এনবিআর মামলা করলে তাকে আটক করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে অনেক উপদেষ্টাদের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে, অনেকের সুরক্ষা হচ্ছে। এ কারণে এনবিআরের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। কারণ তিনি, আওয়ামী লীগের আমলে সচিব ছিলেন।

আর তিনি এখন চেয়ারম্যান হয়েছেন বলে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললেই তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ধরতে হবে, এটা একেবারে শেখ হাসিনা স্টাইল। এই স্টাইলকে আমরা সমর্থন করতে পারি না। যে কারণেই আমরা মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের নিচে আসছি। আমরা জবাব চাই, কেন আমাদের সহযোদ্ধাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, এই উপদেষ্টাদের কারও কারও মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হচ্ছে। উপদেষ্টা পরিষদ কার্যত যে অবস্থান নিচ্ছে তাতে দেশকে স্থিতিশীল রাখা সম্ভব নয়।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, যদি উপদেষ্টা পরিষদ থাকে সেটা পুনর্গঠন করতে হবে। প্রয়োজনে গণঅভ্যুথানের অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়