শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০২ মে, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিবন্ধন বাতিল করে আ. লীগের নাম সন্ত্রাসীদের খাতায় তুলতে হবে: আখতার (ভিডিও)

নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের নাম সন্ত্রাসীদের খাতায় তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২ মে) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর আয়েজিত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘অন্তর্বর্তী সরকার সুশীল তত্ত্বাবধায়ক সরকার না। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, খুনি আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করছেন না? আপনাদের হুঁশিয়ারি করে বলতে চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে সন্ত্রাসীদের খাতায় তুলতে হবে।

আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশের নির্বাচন হবে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। আর আওয়ামী লীগকে আইনের হাতে তুলে দিন, যদি জনগণের হাতে পড়ে, তাহলে তাদের অস্তিত্ব থাকবে না।’

তিনি আরো বলেন, আপনাদের কাছে প্রশ্ন, যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? সেই ৫ আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগের নামে মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না।

এনসিপির এ নেতা বলেন, ‘এখন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আওয়ামী লীগের নাম নিবন্ধনের খাতা থেকে কেটে দিতে হবে।’ উৎস: কালের কণ্ঠ ও নউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়