শিরোনাম
◈ গণভোট নিয়ে প্রচার নেই, উদ্বিগ্ন সরকার ◈ মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দূর্গন্ধ ছড়াচ্ছে: শশী থারুর ◈ মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে গেছে, রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস সংকট ◈ আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া হাঁটাচলা করছেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং ভালো আছেন। তিনি ঘরের ভেতরেই নিজে নিজে স্বল্প দূরত্বে হাঁটাচলা করেছেন। বর্তমানে তিনি লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। গতকাল মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, মানসিক প্রশান্তি বিএনপি চেয়ারপারসনের শারীরিক সুস্থতার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। রোজার মধ্যে তিনি ছেলে, পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে ইফতার করেন। 

এক প্রশ্নের উত্তরে ডা. জাহিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভালো আছেন। তিনি স্বল্প দূরত্বে হাঁটচলা করতে পারছেন। নিজ হাতে খাবারও খাচ্ছেন। যে কোনো সময়ের তুলনায় অনেকটা সুস্থ আছেন। কবে দেশে ফিরবেন—জানতে চাইলে তিনি বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা যেদিন উপযুক্ত মনে করবেন, সেদিন বিএনপি চেয়ারপারসন ফিরবেন।

ডা. জাহিদ আরও বলেন, প্রায় সাত বছর পরে ছেলে, দুই পূত্রবধু ও নাতনিদের পাশে পেয়ে মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। পরে সেখানে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে গত ২৪ জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়