শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত

স্পোর্টস ডেস্ক :  সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসর থাইল্যান্ডের ব্যাংককে চলছে। যেখানে নারী ও পুরুষ দুই বিভাগেই অংশ নিয়েছে বাংলাদেশ। গতকাল পুরুষ বিভাগে ভারতের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও ৪-৪ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে এবার নারী বিভাগে ভারতকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইনডোর স্টেডিয়াম হুয়ামার্কে ভারতের বিপক্ষে ৩- ১ গোলে বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর অধিনায়ক সাবিনা খাতুন। তার জোড়া গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। দুটি গোলের যোগানদাতাই ছিলেন কৃষ্ণা রাণী সরকার। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেন সুমাইয়া মাতসুসিমা। --- চ‌্যা‌নেল২৪ 

ফুটসালে আক্রমণ ও রক্ষণ একসঙ্গে সামলাতে হয়। তাই গোলের পাশাপাশি রক্ষণও সামলেছেন জাতীয় ফুটবল দলের হয়ে দুবার সাফের শিরোপাজয়ী অধিনায়ক সাবিনা। ধারাভাষ্যকার ম্যাচের ধারাভাষ্যের চেয়ে সাবিনার ক্যারিয়ার ও ফুটবলার হিসেবে গুণাগুণের বেশি বিবরণ দিয়েছেন।

দ্বিতীয়ার্ধে ভারত খেলায় ফেরার সর্বাত্মক চেষ্টা করেছে। কয়েকটি ভালো সেভ দিয়েছেন গোলরক্ষক ঝিলিক। ভারত গোল করে খেলায় ফিরতে না পারলেও বাংলাদেশ আরেকটি গোল করে। মাসুরা পারভীনের পাসে সুমাইয়া মাতসুসিমা কাউন্টার অ্যাটাক থেকে গোল করে লিড ৩-০ করেন। 

শেষ দিকে দারুণ দৃঢ়তা দেখান বাংলাদেশের গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি। ভারতের একের পর এক আক্রমণ বেশ দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন তিনি। ভারতের হয়ে আরিয়া মোরে অবশ্য একটি গোল শোধ করেন। তবে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। 

সাবিনা, কৃষ্ণা, মাসুরা ও সুমাইয়াকে জাতীয় দলে ডাকেন নাই ব্রিটিশ কোচ পিটার বাটলার। স্ট্যান্ডার্ড ফুটবলে খেলার সুযোগ না পেয়ে তারা বাধ্য হয়ে ফুটসাল খেলছেন। ফুটসালেও তারা যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ দিলেন। সুমাইয়া ও সাবিনার দেশের বাইরে ফুটসাল লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। 

বাংলাদেশ-ভারতের লড়াই ক্রীড়াঙ্গনে সব সময় উত্তেজনার। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজ ইস্যুর পর বাংলাদেশ ভারতে গিয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলবে না বলে অবস্থান নিয়েছে। এমন মুহূর্তে থাইল্যান্ডে বাংলাদেশ নারী ও পুরুষ ফুটসাল দল ভারতের বিপক্ষে টানা দু’দিন দুই ম্যাচ খেলল। দুটি ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়