ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ সীমান্তবর্তী এলাকায় স্বর্ণ পাচার প্রতিরোধে আবারও সাফল্য দেখিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড মহেশপুর (৫৮ বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১১টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের বেনীপুর বিওপি’র একটি বিশেষ টহল দল গোয়ালপাড়া জীবননগর মহাসড়কের গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৩ পিস স্বর্ণের বারসহ মাহাবুল হোসেন (৪২) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করে।
আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, জীবননগর গোয়ালপাড়া এলাকায় জাকা মোল্লার ইটভাটার সামনে সন্দেহজনক এক যুবককের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা সাড়ে ৩ গ্রাম ওজনের ৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা। এ ছাড়া পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়, সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৬৭ লাখ ৪৪ হাজার ১২৫ টাকা।
পরে আটক ব্যক্তি ও জব্দকৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোন আইনগত প্রক্রিয়ার জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার হয়। সীমান্ত অঞ্চল এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম দমনে বিজিবির এ ধরনের তৎপরতা অব্যহত রয়েছে।