শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০২ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলনসহ ১১ দলের সংবাদ সম্মেলন রাত ৮টায়

শেষ পর্যন্ত ১১ দলীয় জোট ভাঙছে না বলে জানিয়েছে শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ১০ দলের শীর্ষ নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ইসলামী আন্দোলনসহ ১১ দলীয় আসন সমঝোতা হচ্ছে। যার চূড়ান্ত ঘোষণা রাত ৮টায়।

বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামি আন্দোলনসহ ১১ দলের সংবাদ সম্মেলন হবে রাত ৮টায়। সংবাদ সম্মেলনে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা হবে।

এদিকে, এ বিষয়ে এনসিপির নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট নিয়ে এনসিপি আশাবাদী। এই জোটের আসন সমঝোতা হলেও রাজনৈতিক গুরুত্ব আছে।

গত কয়েকদিন ধরে জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলনের মধ্যে আসন সংখ্যা নিয়ে টানাপোড়েন চলে। এরমধ্যে গুঞ্জন উঠে ১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন।  

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মগবাজারে জামায়াতের অফিসে ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতারা ১২টার বৈঠকে বসেন। যা শেষ হয় বিকেল সাড়ে ৩টায়।

বৈঠক শেষে দলের শীর্ষ নেতারা কথা বলেন। তারা বলেন, ১১ দলীয় জোট ভাঙবে না। এই জোটের আসন সমঝোতা হলেও রাজনৈতিক গুরুত্ব আছে।

তবে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিছু মতভিন্নতা আছে। রাত ৮টায় বিস্তারিত ঘোষণা করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়