শিরোনাম
◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা!

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে প্রথমবার প্রকাশ্যে এলেন শেখ হাসিনা? যা জানা গেল (ভিডিও)

ভারতে শেখ হাসিনার প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচারিত হচ্ছে। তবে রিউমার স্ক্যানারের প্রতিবেদনে জানা গেছে, এই ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং ২০২২ সালে যুক্তরাজ্যে ধারণকৃত। ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি দেখানো হচ্ছে, যেখানে তিনি লন্ডনের এক হোটেল থেকে বের হচ্ছেন। এই ভিডিওটি মূলত ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ব্রিটেনের রানির শেষকৃত্যের আগের দিন ধারণ করা হয়েছিল।

ফেসবুকে প্রচারিত ভিডিওটি বাংলাদেশ প্রতিদিনের লোগোসহ ছিল, যা পরে সরিয়ে নেওয়া হয়, তবে নেটিজেনরা তা পুনরায় প্রচার করে। রিউমার স্ক্যানার টিম ভিডিওটির সঠিক উৎস খুঁজে বের করে, যা ২০২২ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে ধারণ করা হয়, এবং এটি শেখ হাসিনার লন্ডনে রাজা তৃতীয় চার্লসের আয়োজিত একটি রাষ্ট্রীয় সংবর্ধনায় অংশগ্রহণের সময়ের ভিডিও।

পরে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের ফেসবুক পোস্টে একই ভিডিওটি পাওয়া যায়, যেখানে শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে রাষ্ট্রপ্রধানদের সংবর্ধনায় যোগ দেওয়ার পথে ছিলেন। গুগল ম্যাপের সাহায্যে ভিডিওটির স্থানও নিশ্চিত করা হয়, যা ক্লেরিজ নামক হোটেল ছিল।

এছাড়া, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদে জানা যায়, শেখ হাসিনা রানির শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্য সফর করেছিলেন এবং ১৮ সেপ্টেম্বর রাজা চার্লসের সংবর্ধনায় যোগ দেন। তাই, এই ভিডিওটি ভারতে শেখ হাসিনার প্রথম প্রকাশ্যে আসার কোন প্রমাণ নয়, বরং এটি ২০২২ সালে লন্ডনে ধারণ করা পুরোনো ভিডিও, যা এখন মিথ্যা দাবিতে প্রচারিত হচ্ছে।

সূত্র: রিউমার স্ক্যানার

  • সর্বশেষ
  • জনপ্রিয়