শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে প্রথমবার প্রকাশ্যে এলেন শেখ হাসিনা? যা জানা গেল (ভিডিও)

ভারতে শেখ হাসিনার প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচারিত হচ্ছে। তবে রিউমার স্ক্যানারের প্রতিবেদনে জানা গেছে, এই ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং ২০২২ সালে যুক্তরাজ্যে ধারণকৃত। ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি দেখানো হচ্ছে, যেখানে তিনি লন্ডনের এক হোটেল থেকে বের হচ্ছেন। এই ভিডিওটি মূলত ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ব্রিটেনের রানির শেষকৃত্যের আগের দিন ধারণ করা হয়েছিল।

ফেসবুকে প্রচারিত ভিডিওটি বাংলাদেশ প্রতিদিনের লোগোসহ ছিল, যা পরে সরিয়ে নেওয়া হয়, তবে নেটিজেনরা তা পুনরায় প্রচার করে। রিউমার স্ক্যানার টিম ভিডিওটির সঠিক উৎস খুঁজে বের করে, যা ২০২২ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে ধারণ করা হয়, এবং এটি শেখ হাসিনার লন্ডনে রাজা তৃতীয় চার্লসের আয়োজিত একটি রাষ্ট্রীয় সংবর্ধনায় অংশগ্রহণের সময়ের ভিডিও।

পরে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের ফেসবুক পোস্টে একই ভিডিওটি পাওয়া যায়, যেখানে শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে রাষ্ট্রপ্রধানদের সংবর্ধনায় যোগ দেওয়ার পথে ছিলেন। গুগল ম্যাপের সাহায্যে ভিডিওটির স্থানও নিশ্চিত করা হয়, যা ক্লেরিজ নামক হোটেল ছিল।

এছাড়া, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদে জানা যায়, শেখ হাসিনা রানির শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্য সফর করেছিলেন এবং ১৮ সেপ্টেম্বর রাজা চার্লসের সংবর্ধনায় যোগ দেন। তাই, এই ভিডিওটি ভারতে শেখ হাসিনার প্রথম প্রকাশ্যে আসার কোন প্রমাণ নয়, বরং এটি ২০২২ সালে লন্ডনে ধারণ করা পুরোনো ভিডিও, যা এখন মিথ্যা দাবিতে প্রচারিত হচ্ছে।

সূত্র: রিউমার স্ক্যানার

  • সর্বশেষ
  • জনপ্রিয়