শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে প্রথমবার প্রকাশ্যে এলেন শেখ হাসিনা? যা জানা গেল (ভিডিও)

ভারতে শেখ হাসিনার প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচারিত হচ্ছে। তবে রিউমার স্ক্যানারের প্রতিবেদনে জানা গেছে, এই ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং ২০২২ সালে যুক্তরাজ্যে ধারণকৃত। ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি দেখানো হচ্ছে, যেখানে তিনি লন্ডনের এক হোটেল থেকে বের হচ্ছেন। এই ভিডিওটি মূলত ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর ব্রিটেনের রানির শেষকৃত্যের আগের দিন ধারণ করা হয়েছিল।

ফেসবুকে প্রচারিত ভিডিওটি বাংলাদেশ প্রতিদিনের লোগোসহ ছিল, যা পরে সরিয়ে নেওয়া হয়, তবে নেটিজেনরা তা পুনরায় প্রচার করে। রিউমার স্ক্যানার টিম ভিডিওটির সঠিক উৎস খুঁজে বের করে, যা ২০২২ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে ধারণ করা হয়, এবং এটি শেখ হাসিনার লন্ডনে রাজা তৃতীয় চার্লসের আয়োজিত একটি রাষ্ট্রীয় সংবর্ধনায় অংশগ্রহণের সময়ের ভিডিও।

পরে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের ফেসবুক পোস্টে একই ভিডিওটি পাওয়া যায়, যেখানে শেখ হাসিনা বাকিংহাম প্যালেসে রাষ্ট্রপ্রধানদের সংবর্ধনায় যোগ দেওয়ার পথে ছিলেন। গুগল ম্যাপের সাহায্যে ভিডিওটির স্থানও নিশ্চিত করা হয়, যা ক্লেরিজ নামক হোটেল ছিল।

এছাড়া, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত একটি সংবাদে জানা যায়, শেখ হাসিনা রানির শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্য সফর করেছিলেন এবং ১৮ সেপ্টেম্বর রাজা চার্লসের সংবর্ধনায় যোগ দেন। তাই, এই ভিডিওটি ভারতে শেখ হাসিনার প্রথম প্রকাশ্যে আসার কোন প্রমাণ নয়, বরং এটি ২০২২ সালে লন্ডনে ধারণ করা পুরোনো ভিডিও, যা এখন মিথ্যা দাবিতে প্রচারিত হচ্ছে।

সূত্র: রিউমার স্ক্যানার

  • সর্বশেষ
  • জনপ্রিয়