শিরোনাম
◈ জাতিসংঘ বলছে, তাদের প্রতিবেদন কেউ পড়ে না ◈ ডিএনএ পরীক্ষায় সবার পরিচয় নিশ্চিত, নিহতের সংখ্যা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মাইলস্টোন অধ্যক্ষ ◈ পুরুষাঙ্গ কেটে হিজড়ায় রুপান্তর, চলছে মাসিক চাঁদাবাজি ◈ বিশ্বে ২০২৩ সালে ১.১ ট্রিলিয়ন ডলারের প্লাস্টিক বাণিজ্য, ৭৫% পরিণত হয়েছে বর্জ্যে: আঙ্কটাড রিপোর্ট ◈ ট্রাম্পের জরিমানার হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কিনবে ভারত! ◈ পরমাণু বিজ্ঞানী ড. এম শমশের আলী আর নেই ◈ আজ ঢাকায় ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা, বিভিন্ন রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ ◈ ইংল‌্যান্ডসহ ১৪‌টি দেশ ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ইসরায়েলের যুদ্ধাপরাধ ঢাকছে? ◈ শ্বাসরুদ্ধকর লড়াই‌য়ের পর ম‌হিলা কোপা আ‌মে‌রিকার শি‌রোপা জিত‌লো ব্রাজিল ◈ জাতীয় ক্রিকেট লি‌গে বরিশালের প্রধান কোচ মোহম্মদ আশরাফুল

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৪, ১০:৪৫ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৪, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের মানচিত্রে আধিপত্যবাদী শকুনের নজর পড়েছে: ডা. ইরান

রিয়াদ হাসান: [২] বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ভারতীয় সরকার বাংলাদেশের ২০ কোটি জনগণের সাথে সর্ম্পক ছিন্ন করে একটা রাজনৈতিকদল আওয়ামী লীগের সাথে পরকীয়ায় লিপ্ত।

[৩] তিনি বলেন, মনে হচ্ছে বাংলাদেশ শেখ হাসিনার পৈত্তিক সম্পত্তি, তা ইজারা দিয়ে ক্ষমতায় টিকে আছে। ভারতীয় সেরা পণ্য শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বর্জন করতে হবে।

[৪] শুক্রবার (২৯ মার্চ) বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টি আয়োজিত রুখো আগ্রাসন-হটাও দুঃশাসন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে  এসব কথা বলেন ডা. ইরান।

[৫] লেবার পার্টির এই চেয়ারম্যান বলেন, ভারত ১৯৭১ সালে অবিভক্ত পাকিস্থান বিভক্ত করে চারণ ভূমি হিসাবে ব্যবহার করতেই মুক্তিযুদ্ধে সহযোগীতা করেছে। এরা বাংলাদেশ অর্থনীতি রাজনীতি শিল্প সাংস্কৃতিতে স্বাধীন ভাবে বিশ্বে মাথা উঁচু করে টিকে থাকুক তা চায় না। তাই ২০০৯, ২০১৪, ২০১৮, ২০২৪ সালে ভারতের পুতুল শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে।

[৬] তিনি আরও বলেন, স্বাধীন ভারতে যেমন গরুর গোসত খাওয়ার জন্য পুড়িয়ে হত্যা করা হচ্ছে, তেমনি বাংলাদেশে হোটেল রেস্তোরা ও শিক্ষাপ্রতিষ্ঠানে গরুর গোশত রাখতে বাধা দেয়া হচ্ছে। ৯৫ ভাগ মুসলমানদের বাংলাদেশে ইফতার, সেহরী ও কোরআন তেলাওয়াতে বাধা প্রদান ও হামলা করে রক্ত ঝড়ানো রাষ্ট্রীয় ভাবে হিন্দুত্ববাদী নীতি বাস্তবায়নের নগ্ন বহিঃপ্রকাশ। তাই আধিপত্যবাদী ভারতীয় অপশক্তিকে রুখে দাড়াতে হবে। 

[৭] ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আরও  বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, মহানগর যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর সদস্য সচিব ইমাম উদ্দিন, ইসলামী ঐক্য আন্দোলন মহানগর সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, লেবার পার্টির মহানগর সদস্য মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, ভারপ্রাপ্ত সাধারন-সম্পাদক আরিফ সাকিল ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান কেন্দ্রীয় সদস্য মো. পারভেজ বেপারী প্রমুখ। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়