আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার সাবেক স্বামী সদরুল ইসলাম সোয়েব। তিনি দাবি করেছেন, তাদের একমাত্র শিশু সন্তান মানতাহা ইসলাম সানভীকে জোরপূর্বক আটকে রেখে বিদেশে পাঠানোর চেষ্টা করছেন তনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
সোয়েব জানান, ২০১৩ সালের ২৮ জুন তাদের বিয়ে হয় এবং পরবর্তীতে জন্ম নেয় মেয়ে সানভী। দাম্পত্য কলহের কারণে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি তারা আলাদা হয়ে যান। আদালতের শর্ত অনুযায়ী শিশু হওয়ায় সানভী মায়ের কাছেই বড় হচ্ছিল। তবে বাবার সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তনি সেই সুযোগ দিচ্ছেন না বলে অভিযোগ করেন সোয়েব।
তিনি দাবি করেন, তনি মেয়েকে ঢাকায় আটকে রেখেছেন এবং তিনি যখনই দেখা করতে চান তখনই বিভিন্নভাবে বাধা দেওয়া হয়। সোয়েব আরও বলেন, আলাদা হওয়ার পর তনি দ্বিতীয়বার বিয়ে করেন শাহাদাৎ হোসাইনকে। তার মৃত্যুর পর ইংল্যান্ড প্রবাসী সিদ্দিক নামে এক ব্যক্তিকে বিয়ে করেছেন তিনি। বর্তমানে মেয়েকে নিয়ে সিদ্দিকের কাছে ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেন সোয়েব।
সংবাদ সম্মেলনে সোয়েব বলেন, “আমার মেয়ে মানতাহাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আটকে রাখা হয়েছে। তাকে বিদেশে পাঠানোর চেষ্টা চলছে। শিশুটিকে উদ্ধার ও আমার সঙ্গে দেখা করার সুযোগ নিশ্চিত করতে আইনের সহায়তা চাই।” তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটিকে ব্যবহার করে তনি ব্যবসায়িকভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন, যা শিশুর জন্য মানসিক চাপ তৈরি করছে।
এ বিষয়ে সোয়েব ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি এজাহার দাখিল করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আগামী ২২ ডিসেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন।
সদরুল ইসলাম সোয়েব কিশোরগঞ্জ শহরের গাইটাল জেমিনি রোড এলাকার শামসুল ইসলাম রেনুর ছেলে। অন্যদিকে রোবাইয়াত ফাতিমা তনি একই এলাকার মৃত তাহের উদ্দিন আহমেদের মেয়ে এবং বর্তমানে ঢাকার বনানী এলাকায় বসবাস করেন।