শিরোনাম
◈ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের আওতায় আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ◈ দুদকের অনুসন্ধানের জালে এনবিআরের আরও ৫ কর্মকর্তা ◈ গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর (ভিডিও) ◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট

প্রকাশিত : ৩০ জুন, ২০২২, ০৫:৫৪ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২২, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উগ্রবাদ প্রতিরোধে পুস্তক ব্যবসায়ীদের জনসচেতনতায় এটিইউ’র মতবিনিময়

সুজন কৈরী: উগ্রবাদ প্রতিরোধে পুস্তক প্রকাশনা ও বিক্রির সাথে সম্পর্কিত ব্যক্তিদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি ও উগ্রবাদ প্রতিরোধে করণীয় সম্পর্কে এক মতবিনিময় সভা করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) লেকচার অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় এন্টি টেররিজম ইউনিটের পক্ষে পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহীদ, বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের কাছে যে-ধরনের উগ্রপন্থী বই-পুস্তিকা পাওয়া গেছে এবং যাচ্ছে তার বিস্তারিত তুলে ধরেন। 

তিনি বলেন, উগ্রবাদ প্রতিরোধ ও বিস্তার উভয় ক্ষেত্রেই বই বিশেষ ভূমিকা রাখছে। প্রকাশকরা অনেক সময় ভালোভাবে না জেনে ধর্মীয় বই ভেবে উগ্র মতাদর্শী বই ছাপেন, বিক্রেতা ও পরিবেশকগণ তা বিক্রি করেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে উগ্রবাদী গোষ্ঠী বিদেশী বই- ম্যাগাজিনের বাংলা অনুবাদ উগ্রবাদী প্রচার ও প্রচারণায় ব্যাপকভাবে ব্যবহার করছে। 

তিনি পুস্তক প্রকাশনার সাথে জড়িত সকলকে এ বিষয়ে সচেতনতা অবলম্বন ও বিশেষ গুরুত্বারোপ করার কথা বলেন। 

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. আখিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, বাপুস’র পরিচালক মো. গোলাম এলাহী জায়েদ, বাংলাবাজার মার্কেট সভাপতি, কম্পিউটার মার্কেট সভাপতি, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, প্রকাশক ও বিক্রেতা সংস্থার প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়