শিরোনাম
◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৫৭ রাত
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘প্রতিটি মানুষের হৃদয় হলো উপসনালয়’ 

কুলদা রায়

কুলদা রায় : রুমী জন্মেছিলেন এখন থেকে ৮১৩ বছর আগে বলখ শহরে। বলখ শহরটি ছিল সে সময়ের পারস্য সাম্রাজ্যের অধীন। এখন বলখ পড়েছে আফগানিস্তানে। পরে তিনি তুরস্কের কনিয়া শহরে থিতু হন। বর্তমানে তিনটি দেশ দাবি করছে রুমী তাদের জাতীয় কবি। এই তিনটি দেশ হলো ইরান, আফগানিস্তান আর তুরস্ক। রুমী এখন সারা পৃথিবীর কবি হয়ে উঠেছেন। সাম্প্রতিক বছরে রুমীর কবিতা আমেরিকা দেশটিতে বেস্ট সেলার। কিন্তু সৌদি আরবে রুমী নিষিদ্ধ।  তার কবিতা পড়লে ব্লাশফেমির অপরাধে মৃত্যুদণ্ড পেতে হবে। রুমীর মা ছিলেন পারস্য সম্রাটের নিকট আত্মীয়। বাবা ছিলেন সে সময়ের সবচেয়ে বড়ো আইনবিদ। অর্থ, বিত্ত, ক্ষমতা আর বৈশ্বিক রাজনীতির দিক থেকে রুমী ছিলেন উচ্চকোটির মানুষ। এসব কিছুই তুচ্ছ তাঁর কবিতার কাছে। তাঁর মানবিক দর্শনের কাছে। বেঠোভেন, শেকসপিয়ার  ও মোজার্টের সঙ্গে তিনি সারা পৃথিবীতে আদরণীয়। তিনি সুফি কবি। তিনি আমার কবি। রুমী সকল  মানুষকেই  সমমর্যাদার মানুষ হিসেবে বিবেচনা করতেন। তার কাছে মুসলমান, হিন্দু, খ্রিস্টান,  ইহুদী বা নাস্তিক বলে আলাদা কোনো সত্ত্বা ছিল না। 

সবাইকে সমান চোখে দেখতেন। রুমী সুফিবাদী ছিলেন। এটা ইসলাম ধর্মেরই একতি সহজিয়া রূপ। তিনি বলতেন, আমি কোনো ধর্মে বিশ্বাসী নই। আমার ধর্ম হলো ভালোবাসা। প্রতিটি মানুষের হৃদয় হলো উপসনালয়। প্রতিটি হৃদয়ে ঈশ্বর থাকেন। মন্দির মসজিদ বা চার্চে কোনো ঈশ্বর নেই। মন্দির মসজিদ বা চার্চে ঈশ্বর খোঁজার দরকার নেই। নিজের হৃদয়ে খুঁজলেই ঈশ্বরকে পাওয়া যাবে। প্রতিটি ধর্মেই ভালোবাসার কথা আছে বলা হয়। ভালোবাসার কোনো ধর্ম নেই। প্রকৃতপক্ষে ধর্ম যখন ক্ষমতার অংশ হয়ে ওঠে, তখন ধর্ম মানুষকে ঘৃণা করতে শেখায়। এই ঘৃণার কারণে যুদ্ধের থেকেও বেশি মানুষকে ধর্মের নামে হত্যা করা হয়েছে পৃথিবীতে। এখন ভারতে ক্ষমতাবান হিন্দু মারছে ক্ষমতাহীন  মুসলমানকে। 

বাংলাদেশে মারে ক্ষমতাবান মুসলমান ক্ষমতাহীন হিন্দুকে। প্রকৃতপক্ষে তারা ঈশ্বরকেই মারছে। তাহলে করণীয় কী? বাংলাদেশের জন্য কণনীয়টা বলেছেন লেখক শিপা সুলতানা। দিল্লিতে কী হচ্ছে ভুলে যান। আপনার পাশের বাড়ির দিদি, বা ঠাকুমা, কাকা যেনো আপনাকে দেখে চমকে না উঠে কেনো উঠবে, আপনি কি পশু? আপনি রক্তখোর শয়তান? না। দেখবেন এই খবর শত বছর পরে হলেও দিল্লিতে পৌঁছাবে, তারাও আপনার ভাই, আপা, চাচাকে নিরাপদ রাখবে। অন্ধকার এভাবেই দূর করতে হয়, আসলে এভাবেই আলো আসবে একদিন দেশে দেশে এবং আপনি চাইলেই ধর্ম ব্যবসাীয়দের মুখোশ খুলে দিতে পারবেন, জানেন? ফেসবুক থেকে 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়