গেরিলা ১৯৭১ : একাত্তরের সর্বসংহারি যুদ্ধে স্বজন হারানো অগণিত পরিবারের একটি। একাত্তরের শেষে এই পরিবারের সদস্য সংখ্যা অর্ধেকে নেমে এসেছিল। ডান দিকের দু’জন মানুষকে আমরা হারিয়ে ফেললাম চিরদিনের জন্য। শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করছি, প্রকৌশলী শরীফ ইমাম, শহীদ শাফী ইমাম রুমী বীর বিক্রম ও শহীদ জননী জাহানারা ইমামকে। শ্রদ্ধা জ্ঞাপন করছি, বেঁচে থাকা একমাত্র সদস্য শ্রদ্ধেয় সুহৃদ সাইফ ইমাম জামীর প্রতি। ছবি কৃতজ্ঞতা : শ্রদ্ধেয় সাইফ ইমাম জামী।