শিরোনাম
◈ পাকিস্তান চীনের ‘জীবন্ত পরীক্ষাগার’, ৮১% সামরিক সরঞ্জাম চীনা: দাবি ভারতের জেনারেল রাহুল সিংয়ের ◈ ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান, নিরাপদ থাকতে যা করতে হবে ◈ পাটগ্রামে থানায় হামলার প্রসঙ্গ টেনে জামায়াত আমিরের মন্তব্য: ‘এই পরিস্থিতিতে কী নির্বাচন হবে?’ ◈ পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা মাইদুলসহ গ্রেফতার ৪, বিএনপির অস্বীকৃতি ◈ "যা হারিয়েছি, তা কোনো বিনিময়েই পূরণ হবার নয়" - শহীদ রুবেলের স্ত্রী হ্যাপি ◈ দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসে জড়ালে, অসদাচরণ করলেই কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না : রিজভী ◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:১৪ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঁজিবাদ এবং সমাজতন্ত্রে কী পার্থক্য 

আহসান হাবিব

আহসান হাবিব: [১] একটা পণ্য তৈরি করতে পুঁজিবাদ যা ব্যবহার করে, সমাজতন্ত্রেও ঠিক একই জিনিস ব্যবহৃত হয়। তাহলে এই দুই ব্যবস্থার পার্থক্য কোথায়? ভোগে। [২] একটি পণ্যের মূল্যে উদ্বৃত্তমূল্য ধারিত থাকে। কারণ একটা পণ্য বানাতে শ্রমশক্তির যে মূল্য অর্থাৎ মজুরি দেয়া হয়, তা উসুল হয়ে যায় সময় শেষ হওয়ার আগেই। ধরা যাক একজন পুঁজিপতি ৮ ঘণ্টার জন্য মজুর ভাড়া করলো। দেখা গেলো ৪ ঘণ্টায় তার জন্য প্রদেয় মূল্য উসুল হয়ে গেলো বানানো পণ্যে। বাকি ৪ ঘণ্টা পুঁজিপতি ফাও পেয়ে যায় কিন্তু সেই ৪ ঘণ্টায় সে যে পণ্য বানিয়ে নেয় মজুর কর্তৃক, তার জন্য কোনো মূল্য দেয় না, এই মূল্যটাই পণ্যের মধ্যে থেকে যায়। বাজারে পুঁজিপতি এটা বিক্রি করে দামে। মূল্য কিন্তু একই থাকে। এখন সে যদি তার মূল্যেই পণ্য বিক্রি করে, উদ্বৃত্তমূল্য সে ঠিকই পাবে। এটাই তার মুনাফা। এই মুনাফাটা সে মজুরকে দেয় না, সে নিজে আত্মসাত করে। তবে সবটা সে আত্মসাৎ করতে পারে না। কারণ এর পেছনে সে উৎপাদন শক্তির পেছনে যে পুঁজি বিনিয়োগ করেছে, তাদের জন্য উদ্বৃত্তমূল্য থেকে তা উসুল করতে হয়। ধরুন পুঁজিপতি কারখানা বানিয়েছে, বিবিধ যন্ত্র কিনেছে, আরও অনেক কিছু ব্যয় করেছে, তাদের জন্য উদ্বৃত্তমূল্যের কাছে একটা পাওনা আছে। পুঁজিপতি এখানে থেকেই সেটা উসুল করতে থাকে।

(আমাদের দেশের বামপন্থীরা এই উৎপাদনক্ষম পুঁজির জন্য কোনো বরাদ্দ রাখতে চায় না। তারা সবটাই মুজরকে দিয়ে দিতে চায়, ফলে গোটা উৎপাদন ব্যবস্থাটাকেই খেয়ে ফেলে ফতুর হয়ে বাঁচার জন্য কলকব্জা খেতে শুরু করতে চায়। বঙ্গীয় এসব বামপন্থিদের দারিদ্র্যের দার্শনিকতার জন্যই আজ তারা বিলোপের দিকে যাত্রা করেছে। রক্ষণশীলতা এবং সাম্প্রদায়িকতার উত্থানের পেছনে এরা নিজেদের দায়ী না করে পুঁজিবাদ তথা একবার আওয়ামী লীগ একবার বিএনপিজামাতকে দুষতে থাকে)। পুঁজিপতি যে উদ্বৃত্তমূল্য আত্মসাৎ করে তার একটা অংশ তার ভোগে ব্যয় করে আর মজুর ব্যয় করে যা সে মজুরি হিসেবে পায়। এই মজুরিটা হচ্ছে এমন পরিমাণ যা দিয়ে সে শুধু জীবনটাকে রক্ষা করে আর পুঁজিপতি ভোগ করে দেহের জন্য নয়, মনের আনন্দের জন্য যার পরিমাণ অনেক বেশি। অর্থাৎ ভোগ হয়ে পড়ে ব্যক্তিগত। পুঁজিবাদের দ্বন্দ্বটা এখানেই যা সমাজতন্ত্র ভেঙে দিতে চায়।
[৩] সমাজতান্ত্রিক ব্যবস্থা তাহলে উদ্বৃত্তমূল্য দিয়ে কী করে? একটা জিনিসই করে আর তা হলো ভোগের সামাজিকীকরণ। অর্থাৎ সব মানুষ ভোগ করবে একই, কেউ বেশি বা কম নয়। তার মানে এই নয় যে প্রতিটি মানুষ শ্রম দেবে একই। দক্ষতা এবং শ্রমবিভাজন এখানেও ক্রিয়াশীল কিন্তু ভোগ সমান। কেন? কারণ এখানে ব্যক্তিগত মুনাফা লাভের সুযোগ নেই। সমাজতন্ত্র এই জিনিসটাই করে- ব্যক্তিগত সম্পত্তির বিলোপ। অনেকে মনে করে সমাজতন্ত্র মানেই গরিবী, ভুল। সমাজতন্ত্র মানে উন্নত জীবন তবে সকলের জন্য একই মাত্রার। পুঁজিবাদ এবং সমাজতন্ত্রে পার্থক্যটা এখানেই। লেখক: ঔপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়