মাসুদ রানা: যেকোনো নামধারী কদাচিৎ নিজের নামদাতা হয়ে থাকে। হিন্দু, হিন্দুস্তান কিংবা ইণ্ডিয়া হচ্ছে বিদেশী-প্রদত্ত নাম। তো, এখন ইণ্ডিয়া যদি 'ইণ্ডিয়া' নাম পরিবর্তন করে শুধু 'ভারত' নামে পরিচিত হতে চায়, 'হিন্দু' পরিচয়ের কী হবে? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন 'হিন্দু' হচ্ছে [বিদেশী] মুসলমানদের দেওয়া নাম। ভারতীয় হিন্দুবাদীরা কি তাহলে হিন্দু নামটি বর্জন করবেন? বই, খাতা, কলম, আইন, আদালত, উকিল, মোক্তার, তবলা, সেতার ইত্যাদির কী হবে? কেউ কি হিসেব করে দেখেছেন, ভারতের ভাষা-সাহিত্য, শিল্প-সংস্কৃতি, স্থাপত্য, ইত্যাদিতে আরবি-ফার্সি-ইউরোপীয় অবদান অস্বীকার করলে আর কী অবশিষ্ট থাকে? ১০/০৯/২০২৩। লণ্ডন, ইংল্যাণ্ড