শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০১:৫৪ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনজীবীদের মান আজকাল এতো পড়ে গেছে কেন জানেন?

কাজী ওয়াসিমুল হক

কাজী ওয়াসিমুল হক: আইনজীবীদের মান আজকাল এতো পড়ে গেছে কেন জানেন? কেন আজ আমাদের মধ্যে এতো দলদাস? ব্যাখ্যাটা খুব সহজ, এরা আসলে মনেপ্রাণে কেবল ‘ল’ গ্রাজুয়েট, আইনজীবী না। তাদের কাছে আইন কেবল একটা সাবজেক্ট, আইন তাদের কাছে কখনোই প্যাশন ছিলো না, পেশাগত উৎকর্ষ অর্জন এদের কাছে অবাস্তব একটি বিষয়, তাদের একমাত্র এইম ইন লাইফ হচ্ছে ‘টেকাপাখি’, তা সেটা যেভাবেই আসুক না কেন। ঠিক এ কারণেই, সকল আইনজীবীই ‘ল’ গ্রাজুয়েট, কিন্তু সকল ‘ল’ গ্রাজুয়েট মনেপ্রাণে আইনজীবী না। আইন পেশাটা সহজ মনে হয় আপনাদের কাছে? আমি  আমার পুরো জীবনে কতোবার প্রাণ খুলে আড্ডা দিয়েছি, তা আঙ্গুলে গুণে বলা যাবে, আমার সমবয়সীরা যখন বিয়ে করে থিতু হয়ে গেছে আমি তখন বছরের পর বছর জাজ কোর্টে দুপুরে কেবল আলুভর্তা, ভাত আর ডাল খেয়ে কাটিয়েছি, কারণ এর চেয়ে ভালো কিছু খাওয়ার টাকা তখন আমার কাছে থাকতো না। 

এতে আমার কী লাভ হয়েছে? লাভ হয়েছে যে, আমি কোনো দলের ধার ধারি না, কোন নেতার আগে পিছে আমাকে দৌড়াতে হয় না, তেলানোর জন্য কারও সঙ্গে সেলফি দিতে হয় না, মঞ্চে কোনো নেতার পায়ের কাছে আমাকে বসতে হয় না। যত সামান্য বা অকিঞ্চিত হোক না কেন, এখন আমার নিজস্ব একটি পরিচয় আছে। যতো ক্ষুদ্রই হই না কেন, আমি খুটি ছাড়া দাঁড়ানো একটি গাছ অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট। লেখক: আইনজীবী। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়