শিরোনাম
◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস ◈ ট্রাম্পের ৫০% শুল্ক আরোপে ভারতকে অপ্রত্যাশিত খেসারত দিতে হবে ◈ ‎তিস্তা নদীতে সরকারি বাঁধের নিচে অবৈধ বালু উত্তোলন: ধ্বংসের মুখে কোটি টাকার স্প্যার বাঁধ

প্রকাশিত : ১৪ মে, ২০২৩, ০২:৩২ রাত
আপডেট : ১৪ মে, ২০২৩, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘প্রেম কী’, প্রেম কেন ভাঙে?

আহসান হাবিব

আহসান হাবিব: [১] আমাদের চিরকালীন প্রশ্ন, ‘প্রেম কী’? যখন বলি মনিকাকে আমি খুব ভালোবাসি, তখন এর মানে কী দাঁড়ায়? এর মানে হলো মনিকার সব অনুভূতিকে আমি নিয়ন্ত্রণ করি। এই নিয়ন্ত্রণের ফলে মনিকা আমার যেকোনো আহ্বানে সাড়া দেয়। একই কাজ মনিকা আমার উপরে করে, আমি সাড়া দিই। যদি মনিকা কিংবা আমি একে অপরের আহ্বানে সাড়া না দিতাম, আমাদের প্রেম হতো না। যখন কেউ কারও আহ্বানে সাড়া দেয়, তখন সেই আহ্বান একটি ক্ষমতা ধারণ করে এবং এই ক্ষমতা দিয়ে সে অন্যকে নিয়ন্ত্রণ করে। ক্ষমতার কাজই হলো নিয়ন্ত্রণ করা। তাহলে প্রেম হলো একটি ক্ষমতা।

[২] প্রেম কেন ভাঙে? কারণ নিয়ন্ত্রণের বিরুদ্ধে মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে রুখে দাঁড়ানো। প্রেমে যে ইগো বা অহংবোধের আপাত বিলুপ্তি ঘটেছিলো, তা একসময় জেগে উঠে। তখন সে বিদ্রোহ করে। নিয়ন্ত্রণের প্রথম ধাপ থেকেই প্রেম মরে যেতে শুরু করে। একসময় যখন নিয়ন্ত্রণ তার ক্ষমতা হারায়, তখন প্রেম ভেঙে পড়ে। তখন সে স্বাধীন হয়। স্বাধীন হতে চাওয়া মানুষের বৈশিষ্ট্য। 

[৩] কিন্তু এই স্বাধীনতা বেশিদিন টেকে না। সে আবার প্রেমে পড়ে, অন্যের বাহুপাশে আবার নিয়ন্ত্রিত হতে চায়। সেই রবী ঠাকুরের কথার মতো, একবার ভ্রান্তিপাশে পড়িয়াও মানুষের চৈতন্যোদয় হয় না, আবার পড়িবার জন্য চিত্ত ব্যকুল হইয়া উঠে। মানুষের আর একটি সহজাত প্রবৃত্তি হচ্ছে নিয়ন্ত্রিত হওয়া। লেখক : ঔপন্যাসিক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়