মুশফিক ওয়াদুদ: শাহবাগ আন্দোলনের ১০ বছর হয়েছে। এই আন্দোলনের প্রথম সারির যারা নেতা ছিলেন তাঁদের মধ্যে একজন পিনাকী ভট্টাচার্য ছাড়া অন্য সব শীর্ষ নেতৃত্বের জনপ্রিয়তার চূড়ান্ত ধস নেমেছে। অনেকের ফেসবুকের পোস্টগুলোতে ৫০/১০০ কিংবা ২০০ এর বেশি লাইক পড়ে না। শেয়ারের কথা বাদই দিলাম। এর মধ্যে একজন শীর্ষ নেতৃত্ব একটা ইউটিউব চ্যানেল খুলছেন। সেখানে দু’মাসে সাবস্ক্রাইবার হয়েছে মাত্র দুই হাজার। পিনাকী সাহেবের জনপ্রিয়তার মূল কারণ হলো তিনি দিক পরির্বন করেছেন। এখন শাহবাগ আন্দোলনের সমালোচক। এখন পর্যন্ত তার ইউটিউব সাবস্কাইবার প্রায় ৯ লাখের কাছাকাছি।
শাহবাগ আন্দোলনের অন্য এক শীর্ষ নেতার দুই মাসে যখন ইউটিউব সাবস্কাইবার ২ হাজার, পিনাকী সাহেবের দুই-তিন ঘণ্টার সেই পরিমাণ সাবস্ক্রাইবার বাড়ে। অথচ জনপ্রিয়তার খরায় আক্রান্ত এসব অ্যাক্টিভিস্ট শাহবাগ আন্দোলনের সময় তুমুল জনপ্রিয় ছিলেন। স্যোশাল মিডিয়ার পপুলিজম তারাই শুরু করছেন। হাজার হাজার লাইক পরতো পোস্টে। মাত্র ১০ বছরে তারা এমন অপ্রাসঙ্গিক হয়ে পড়লেন কেন? সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার এমন খরা কেন? তারা যাদের মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত জনগোষ্ঠি বলে তাদের পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করেন না কেন? মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত জনগোষ্ঠি কি আসলেই একজিস্ট করে? না সেগুলো মিডিয়ার সৃষ্টি ছিলো?
[৩] আমার স্কুল জীবনের দুই বন্ধু গণজাগরণ মঞ্চ নিয়ে উজ্জীবীত ছিলেন। ভাবতেন দেশে বড় ধরনের বিপ্লব হচ্ছে। তাঁরা দু’জনই সেকুলার আদর্শী ছিলেন এখনও হয়তো আছে। শাহবাগ আন্দোলনের শুরু থেকে কাদের মোল্লার ফাঁসি হওয় পর্যন্ত প্রায় প্রতিদিন শাহবাগে যেতেন। সারা দিক থেকে রাতের দিকে বাসায় ফিরতেন। এর মধ্যে একজন দাওয়াতী কাজও করতে। সবাইকে ফোন করে ডেকে নিয়ে যেতেন। মেন পড়ছে আমাকে মাঝে মাঝেই ফোন দিতেন। শাহবাগে যাবো কিনা।
কাদের মোল্লার ফাঁসি হওয়ার আগের রাতে (কিংবা আগের দিনে দুপুরের দিকে। ঠিক মনে পরছে না) কয়েকজন বন্ধুবান্ধব মিলে বাসার পাশে এক টং দোকানে চা খাচ্ছিলেন। হঠাৎ পুলিশের একটি টহল গাড়ি থামে চায়ের দোকানের সামনে। দোকানে যারা ছিলেন সবাইকেই গাড়িতে তোলা হয় ফাঁসিকে বাধাগ্রস্থ করার অভিযোগে। সেই সময় মিরপুর থানায় কুখ্যাত এক ওসি ছিলেন। পরে তিনি একটি জঙ্গিবিরোধী এক অভিযানে নিহত হন। আমার বন্ধু দু’জনকে যদিও কোর্টে চালান করেননি, তাঁদের পিতামাতার ছাড়িয়ে আনতে খুব বেগ পেতে হয়েছিলো। মোরাল হলো অন্যায্য একটি রাষ্ট্র ব্যবস্থায় প্রধান বিপ্লব হওয়া উচিত এই ব্যবস্থার বিরুদ্ধে। লেখক ও গবেষক