শিরোনাম
◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:০১ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কখনো কি হার্ট আর ব্রেনের তীব্র যুদ্ধ টের পেয়েছেন?

ফড়িং ক্যামেলিয়া

ফড়িং ক্যামেলিয়া: কখনো হার্ট আর ব্রেনের তীব্র যুদ্ধ টের পেয়েছেন? হার্ট বলছে মেনে নাও, কিন্তু ব্রেন বলছে আর কত মানবে? হার্ট বলছে একটু না হয় ছোট হলে কিন্তু ব্রেন বলছে অসম্ভব, আত্মসম্মানে ছাড় দেয়া যাবেই না। হার্ট বলছে, ভুলে যাও, ব্রেন বলছে ভুলে ভুলেই কি জীবন যাবে? হার্ট সমঝোতা করতে চাইছে, কিন্তু ব্রেন লড়ে যাচ্ছে হার্টটার সাথে। খুব অসহায় লেগেছে তখন। হয়েছে এমন? আচ্ছা কখনো মনে হয়েছে, ওর কি আছে যা আমার নেই? ও কীভাবে পারে, কেন আমি পারি না? কিংবা কেন আমি ওর মতো হলাম না? নিজেকে খুব করে গালিগালাজ করেছেন আর ভেবেছেন, ঈশ! কেন যে করলাম না। আত্মবিশ্বাস ভেঙেছে, খুব ছোট হয়ে গেছেন নিজের কাছে। হয়েছে এমন? মানদণ্ডের মাপ কাঠিতে সস্তা গান শুনেছেন কখনো? ওই যে সুখী সুখী রিক্সাওয়ালার মোবাইলে যে সব গান থাকে তেমন, ভোজপুরি সিনেমার ভূরি-ওয়ালী নায়িকার ভাইরাল হওয়া কোনো চরম সেক্সিস্ট গান, শুনেছেন? এমন কোনো ভিডিও ক্লিক করেছেন যেটা আপনার রুচির সাথে যায় না? কিংবা একান্ত নিজের ফ্যান্টাসি, যা সভ্য সমাজে ছি ছি বলে অভিহিত হয়, এমন করেছেন কখনো? 

এই সব অনুভূতির কোনো ক্লাস নেই। শিক্ষিত-অশিক্ষিত, সামাজিক মানদণ্ডের লোয়ার, মিডেল কিংবা আপার ক্লাস, যাই হোক না কেন, সবার মধ্যেই এই সব অনুভূতি এবং অভিজ্ঞতা কম বেশি আছে। এগুলো হলো মানুষের ডার্ক সিক্রেট। যদিও শিক্ষা, সভ্য ও ভদ্রতার ফিল্টারে এসব শুধু ব্যক্তিগত সিক্রেট হয়েই থেকে যায় এবং সেটাই খুব স্বাভাবিক। মানুষের একজন খুব আপন জন লাগে কেন জানেন? কারণ এই যে অনুভূতিগুলো শেয়ার করার জন্য। আপনার যদি এমন কেউ থাকে যার সাথে আপনার ডার্ক সিক্রেট, ব্যর্থতা, হাহাকার , নিজের অপমানগুলো নির্দ্বিধায় শেয়ার করতে পারেন, তবে আপনি অতি আপন জন পেয়েছেন। আপনাকে অভিনন্দন। আনন্দের, সাফল্যের, গর্বের, বিজয়ের, ভদ্র, সভ্য, পদোন্নতির ভাগ নেবার মানুষ যে কেউ হতে পারে, কিন্তু ডার্ক সিক্রেট জেনেও যে গ্রহণ করে, পাশে থাকে ভালোবাসে, সে অতি আপন জন। দুর্মূল্যের বাজারে বহু জন মেলে, আপনজনও মিলে যায়, কিন্তু অতি আপন জন মেলে না। আছে আপনার অতি কিংবা খুব আপনজন? ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়