শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:০১ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কখনো কি হার্ট আর ব্রেনের তীব্র যুদ্ধ টের পেয়েছেন?

ফড়িং ক্যামেলিয়া

ফড়িং ক্যামেলিয়া: কখনো হার্ট আর ব্রেনের তীব্র যুদ্ধ টের পেয়েছেন? হার্ট বলছে মেনে নাও, কিন্তু ব্রেন বলছে আর কত মানবে? হার্ট বলছে একটু না হয় ছোট হলে কিন্তু ব্রেন বলছে অসম্ভব, আত্মসম্মানে ছাড় দেয়া যাবেই না। হার্ট বলছে, ভুলে যাও, ব্রেন বলছে ভুলে ভুলেই কি জীবন যাবে? হার্ট সমঝোতা করতে চাইছে, কিন্তু ব্রেন লড়ে যাচ্ছে হার্টটার সাথে। খুব অসহায় লেগেছে তখন। হয়েছে এমন? আচ্ছা কখনো মনে হয়েছে, ওর কি আছে যা আমার নেই? ও কীভাবে পারে, কেন আমি পারি না? কিংবা কেন আমি ওর মতো হলাম না? নিজেকে খুব করে গালিগালাজ করেছেন আর ভেবেছেন, ঈশ! কেন যে করলাম না। আত্মবিশ্বাস ভেঙেছে, খুব ছোট হয়ে গেছেন নিজের কাছে। হয়েছে এমন? মানদণ্ডের মাপ কাঠিতে সস্তা গান শুনেছেন কখনো? ওই যে সুখী সুখী রিক্সাওয়ালার মোবাইলে যে সব গান থাকে তেমন, ভোজপুরি সিনেমার ভূরি-ওয়ালী নায়িকার ভাইরাল হওয়া কোনো চরম সেক্সিস্ট গান, শুনেছেন? এমন কোনো ভিডিও ক্লিক করেছেন যেটা আপনার রুচির সাথে যায় না? কিংবা একান্ত নিজের ফ্যান্টাসি, যা সভ্য সমাজে ছি ছি বলে অভিহিত হয়, এমন করেছেন কখনো? 

এই সব অনুভূতির কোনো ক্লাস নেই। শিক্ষিত-অশিক্ষিত, সামাজিক মানদণ্ডের লোয়ার, মিডেল কিংবা আপার ক্লাস, যাই হোক না কেন, সবার মধ্যেই এই সব অনুভূতি এবং অভিজ্ঞতা কম বেশি আছে। এগুলো হলো মানুষের ডার্ক সিক্রেট। যদিও শিক্ষা, সভ্য ও ভদ্রতার ফিল্টারে এসব শুধু ব্যক্তিগত সিক্রেট হয়েই থেকে যায় এবং সেটাই খুব স্বাভাবিক। মানুষের একজন খুব আপন জন লাগে কেন জানেন? কারণ এই যে অনুভূতিগুলো শেয়ার করার জন্য। আপনার যদি এমন কেউ থাকে যার সাথে আপনার ডার্ক সিক্রেট, ব্যর্থতা, হাহাকার , নিজের অপমানগুলো নির্দ্বিধায় শেয়ার করতে পারেন, তবে আপনি অতি আপন জন পেয়েছেন। আপনাকে অভিনন্দন। আনন্দের, সাফল্যের, গর্বের, বিজয়ের, ভদ্র, সভ্য, পদোন্নতির ভাগ নেবার মানুষ যে কেউ হতে পারে, কিন্তু ডার্ক সিক্রেট জেনেও যে গ্রহণ করে, পাশে থাকে ভালোবাসে, সে অতি আপন জন। দুর্মূল্যের বাজারে বহু জন মেলে, আপনজনও মিলে যায়, কিন্তু অতি আপন জন মেলে না। আছে আপনার অতি কিংবা খুব আপনজন? ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়