শিরোনাম
◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৫৪ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাচীন সভ্যতা-সমূহ

অধ্যাপক ডা. মো. তাইজুল ইসলাম

অধ্যাপক ডা. মো. তাইজুল ইসলাম: [১] আজ থেকে প্রায় সাড়ে সাত হাজার বছর আগে পৃথিবীর প্রথম সভ্যতার ভূমি হয়ে উঠে আজকের ইরাক দেশের (আগেকার মেসোপোটেমিয়া) দজলা-ফোরাত নদীর (ইউফ্রেটিস-টাইগ্রেস) তীরে পলিমাটিতে গড়া বাঁকা চাঁদ আকারের সুমের অঞ্চলে। সুমের থেকেই ‘সুমেরীয় সভ্যতা’।

[২]  প্রথম গ্রামটি গড়ে উঠেছিলো, ‘আল ইউবেইদ’ নামক অঞ্চলে। প্রায় সাড়ে সাত হাজার বছর আগে এই ‘ইউবেইদ সংস্কৃতি’ গড়ে উঠে। নলখাগড়ার গাছগাছালি ও কাদামাটি দিয়ে তারা ঘর বানাতো। কৃষি কাজে ব্যবহার করতো কাস্তে ও ছুড়ি। পাওয়া গেছে রঙিন মাটির পাত্র ও পাথরের মূর্তি। 

[৩]   এরই  দক্ষিণে গড়ে উঠে ‘ইউরুক সংস্কৃতি’ ওয়ারকা নামক স্থানে। তারা দেওয়ালের গায়ে নজরকাড়া ছবি ও আকতো।

[৪] তবে নগর সভ্যতা গড়ে উঠে প্রায় ৬ হাজার বছর আগে। সুমের লোকেরা কৃষি কাজে ক্রমাগত উন্নতি করতে লাগার কারণে কৃষি জমির কাছাকাছি ছোট ছোট শহর তৈরি করতে শুরু করলো। রোদে শুকনো ইট দিয়ে দেওয়াল নির্মাণ করা হতো। নগরে ঢুকার মুখে বড় গেইট বা তোরণ নির্মাণ করত। কয়েকটি ধর্ম মন্দির ও পাওয়া গেছে। রথ ও ফসলের গাড়ি চলার জন্য বানাতো চওড়া রাস্তা। এভাবে গড়ে উঠে একটি গর্বিত সভ্যতা-সুমেরীয় সভ্যতা, যা আসলে মেসোপোটেমিয়া সভ্যতা। 

[৫] এখানে নানা পেশার মানুষ ছিল- পুরোহিত, কারিগর, বনিক, জেলে বা দাস। জমিদারদের বলা হতো ‘লুগাল’ আর ধর্মীয় পুরোহিত বা রাজাকে বলা হতো ‘পাতেজী’।

[৬] তারা নদী পথে ব্যবসা বানিজ্য ও করতো এমনকি ভারতে ও (সিন্ধু সভ্যতার সঙ্গে)। লেখক: মনোবিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়