শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ১২:১৯ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ১২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ও আমার মতামত

হোসাইন মোহাম্মদ দিদার: অনেকগুলো ম্যাচ দেখেছি। যদিও জার্মান বিদায় নিয়েছে তবে তাঁরা সেরাটা খেলেছে।যদি সেকেন্ড রাউন্ডে আসতে পারতো তাহলে সেই ধারাবাহিকতায় ফাইনাল ম্যাচ খেলার সাধ্য তাঁদের ছিলো।

স্পেন বনাম জার্মানি মতো ম্যাচটি আমার কাছে এখনো অবধি সেরা।
কী দারুণ লংপাস,বল রিসিভ, খেলোয়াড়দের বোঝাপড়া ফুটবলের যাদুকরী নৈপুণ্যসহ সকল স্কীল তাঁরা দেখিয়েছে।
আমার মতে ফাইনালের আগে এটি একটি ফাইনাল ম্যাচ ছিলো।

এদিকে এশিয়ার জাপান-দ.কোরিয়া খুব ভালো খেলে দ্বিতীয় রাউন্ড এর টিকেট নিশ্চিত করেছে।
তাঁরা জাতি হিসেবে যেমন সুশৃঙ্খল পরিশ্রমী; খেলোয়াড় হিসেবেও কঠোর পরিশ্রমী, যেকোনো মুহুর্তে এই দুই জাতি ঘুরে দাঁড়াতে সক্ষম। 
জাপান -কোরিয়া এর আগে স্বাগতিক দল হিসেবে ২০০২ সালে কোয়ার্টার খেলেছে।সেবার তাঁদের খেলায় বিশেষ করে বাংলাদেশিরা মুগ্ধ হয়েছিলো। 
এদের হাত ধরে এশিয়ায় ট্রফি  আসলে আসতেও পারে।

আফ্রিকার মরক্কোর খেলায়ও আমি দারুণ মুগ্ধ। 
সবগুলো খেলোয়াড় ভালো খেলে, ফিফা রেংকিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা বেলজিয়ামকে পরাস্ত করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে মরক্কোর ফুটবল য্দ্ধুারা।

আফ্রিকার যেদলগুলো এপর্যন্ত খেলেছে আমার কাছে মরক্কোকেই সেরা মনে হয়।
তাঁরা শেষ মুহূর্তে ভিন্ন চমক দেখাতে পারঙ্গম। 

যদি ব্যতিক্রম কিছু বা অঘটন না ঘটে  তাহলে ইউরোপের ফুটবল পরাশক্তি স্পেন বা ফ্রান্স এর হাতে ট্রফি যাবে। 

এদিকে আর্জেন্টিনার আক্রমণভাগে নতুনত্ব এসেছে।
আক্রমণভাগের বিচারে এই মুহূর্তে আমার কাছে আর্জেন্টিনা টিম বেশ শক্তিশালী। 

মেসির ফুটবল ইতিহাস লেখতে হলে বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি অর্জনের বিকল্প নেই। মেসির সকল অর্জন উঁচিয়ে ওঠতে হলে এই শেষবারের শেষসুযোগে ট্রফি ঘরে নিতে হবে। সেই হিসেবে যদি আর্জেন্টিনা তাঁদের বর্তমান খেলার ধারাবাহিক ধরে রাখতে পারে তাহলে এই মুহুর্তে হট ফেবারিট আর্জেন্টাইন শিবির।।।

আমি যদিও আর্জেন্টিনা সাপোর্ট করি না তবে একজন পরিশীলিত মার্জিত খেলোয়াড় হিসেবে মেসিকে পছন্দ করি তাই মেসির সকল অর্জন অম্লান করতে এই বার বিশ্বকাপ ট্রফি মেসিদের ঘরে গেলে অখুশি হবো না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়