শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৬ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাফুফে প্রেসিডেন্টকে কেন মানুষ পছন্দ করছে না?

ফরিদ আহমেদ

ফরিদ আহমেদ: বাংলাদেশিদের এখন জাতীয় শত্রু হচ্ছেন বাফুফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। শত্রু হবার পিছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণও আছে। সাফ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা ফাইনালে জিতে যাওয়া পর্যন্ত বাফুফের পক্ষ থেকে কোনো ধরনের সাড়াশব্দ পাওয়া যায়নি। এমনকি কাপ জেতার কয়েকঘণ্টা পর্যন্তও তারা নিশ্চুপ ছিলো। পরে মানুষের গালিগালাজের পরে ঘুম ভাঙে তাদের। কাজী সালাউদ্দিন আর নির্বাহী কমিটির সদস্যরা খেলে কাপ জিতে এনেছে, এটা ভেবে বাফুফের পেইজ থেকে তাদের অভিনন্দন জানানো হয়। এরপর আরও গালিগালাজের ফলে তাদের মনে পড়ে যে কাজী সালাউদ্দিন এখন আর ফুটবল খেলেন না। তার বদলে ফুটবলের বারোটা বাজানোর খেলা খেলেন তিনি।

এনিওয়ে, কাজী সালাউদ্দিনের এই দুর্দিন আর একমাস থাকবে। তারপরেই তিনি আবার হিরো হয়ে যাবেন আমাদের সবার কাছে। আগামী মাসেই মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফির চলচ্চিত্র ‘দামাল’। মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের ফুটবলাররা জন্ম দিয়েছিলো স্বাধীন বাংলা ফুটবল দল। ওই দলটা ভারতের বিভিন্ন জায়গায় খেলে জনমত তৈরি করতো, একই সাথে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থও সংগ্রহ করতো। সেই দলের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন তূর্য হাজরা। রায়হান রাফির চলচ্চিত্র মুক্তি পেলে তূর্য হাজরাসহ স্বাধীন বাংলা ফুটবল দলের সব সদস্য নতুন করে হিরো হবেন, এ ব্যাপারে নিশ্চিত আমি। তূর্য হাজরার হিরো হবার সাথে কাজী সালাউদ্দিনের হিরো হবার সম্পর্ক অনেকেই হয়তো ধরতে পারবেন না, বিশেষ করে অল্পবয়সীরা। তাদের জন্য বলছি, একাত্তরে স্বাধীন বাংলা ফুটবল দলে কাজী সালাউদ্দিন খেলেছেন তূর্য হাজরা ছদ্মনামে। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়