শিরোনাম
◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস ◈ ট্রাম্পের ৫০% শুল্ক আরোপে ভারতকে অপ্রত্যাশিত খেসারত দিতে হবে ◈ ‎তিস্তা নদীতে সরকারি বাঁধের নিচে অবৈধ বালু উত্তোলন: ধ্বংসের মুখে কোটি টাকার স্প্যার বাঁধ ◈ শেখ হাসিনার স্লোগান খামে সনদ বিতরণে নিউ গভঃ ডিগ্রী কলেজে তোলপাড় ◈ সেপ্টেম্বরের ৬ দিনে এলো ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিটেন্স  ◈ পাকিস্তানে ক্রিকেট মা‌ঠে  বোমা হামলা, নিহত ১ ◈ কিশোরগঞ্জে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা,ধর্ষক গ্রেফতার  ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে বিমানের পাশাপাশি আসতে পারে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার 

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই: ফাহাম আবদুস সালাম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আর কেউ আসে নাই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম।

তিনি বলেন, ‘আমার মতে, খালেদা জিয়ার চাইতে কম্পিটেন্ট এবং গণতন্ত্রের প্রতি প্রিন্সিপালড পলিটিশিয়ান এই দেশে আর আসে নাই’। 

অস্ট্রেলিয়া প্রবাসী এই লেখক বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন। 

ফেসবুকে দেওয়া তার পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘অনেকেই বলছেন, জিয়ার (প্রেসিডেন্ট জিয়াউর রহমান) পর সবচেয়ে বড় স্টেটসম্যান হলেন ড. ইউনূস। টু আর্লি টু সে। এতো দ্রুত কনক্লুশানে আসা সম্ভব না। ইউনূস সাহেব অবশ্যই ভীষণ গুণী মানুষ। তবে দুজনের মধ্যে বড় একটা মিল আছে। হিস্টোরিক কো-ইন্সিডেন্স। দুজনই আওয়ামী লীগকে ফেইস না করার সুযোগ পেয়েছেন। আল্লাহর রহমত বলতে পারেন’। 

‘আওয়ামী লীগ কার্যকর না থাকলে একজন নেতার মহান স্টেটসম্যান হওয়ার সুযোগ তৈরি হয়। এটাই বাংলাদেশের বাস্তবতা।  খালেদা জিয়া এই সুযোগটা পান নাই। আমার মতে, খালেদা জিয়ার চাইতে কম্পিটেন্ট এবং গণতন্ত্রের প্রতি প্রিন্সিপালড পলিটিশিয়ান এই দেশে আর আসে নাই। 

ওনার মতো দুর্ভাগা মানুষও আমি জীবনে দেখি নাই। কোনো জায়গায় ভাগ্য ওনাকে সাহায্য করে নাই। জীবনে প্রায় কিছুই উনি মুফতে পান নাই।’

উল্লেখ্য, বিশিষ্ট লেখক ও আলোচক ফাহাম আব্দুস সালাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে-জামাই। তিনি দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়