শিরোনাম
◈ সেই জামায়াত নেতাকে বিতর্কিত মন্তব্যের জেরে অব্যাহতি  ◈ হাটহাজারিতে মাদ্রাসা অবমাননার অভিযোগ কেন্দ্র করে যেভাবে সংঘর্ষ শুরু ◈ সংবিধানের পরিবর্তন হলে আইনগত জটিলতা সৃষ্টি হবে: সালাহউদ্দিন আহমেদ ◈ লোহিত সাগরে কেবল কাটা, মধ্যপ্রাচ্য ও দ. এশিয়ায় ইন্টারনেট বিভ্রাট ◈ গণছুটিতে থাকা পল্লী বিদ্যুতের কর্মীদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল সরকার ◈ ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ প্রাথমিকের ছুটি কমছে, সাপ্তাহিক ছুটি থাকছে দুদিন ◈ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ আনাসের রক্তে শরীর ভেসে গিয়েছিল, ট্রাইব্যুনালে মায়ের জবানবন্দি ◈ ফেব্রুয়ারিতেই ভোট, কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১২:০৯ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের চার খলিফা নিয়ে নাজমুলের পোস্ট

শেখ হাসিনা চার জনকে দলের খোঁজখবর রাখার দায়িত্ব দিয়েছিলেন, পরবর্তীতে তারা দলের চার খলিফা হয়ে গেছে বলে সামাজিকমাধ্যমে ক্ষোভ ঝাড়লেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

পোস্টে নাজমুল বলেন, ‘চার জনকে নেত্রী দায়িত্ব দিয়েছিল পার্টির খোঁজখবর রাখার, পরবর্তীতে তারা হয়ে গেল চার খলিফা। এমনকি তারা নিজেদের জাতীয় চার নেতার (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কামরুজ্জামান, ক‍্যাপ্টেন মনসুর আলী) সঙ্গে নিজেদের তুলনা করা শুরু করল। এবং সকল প্রকার অন‍্যায়ের সঙ্গে জড়িত হলো।

সেই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৩/এ তে বসে বসে নেত্রীকে মিথ্যা তথ‍্য দিয়ে দিয়ে পার্টির মালিক সেজেছিল। অথচ তারা তাদের নির্বাচনি আসনটিতেই সামাল দিতে পারেনি। সেসময় ছাত্রলীগের সাবেক নেতারা ৩/এ বাইরে রাস্তায় নিজেদের জীবন বাজি রেখে পার্টি অফিস আগলে রেখেছিল তা না হলে পাছার চামড়া একটারও থাকতো না।’

নাজমুল লেখেন, ‘আমাদের সাবেক নেতাদের বলে গেল নেত্রীর কাছে যাচ্ছে বলে পালিয়ে চলে গেল অথচ একবারের জন‍্যও খবরও নিল না বল্লোও না যে তোমরা চলে যাও। তার পরদিন তো সব শেষ।

এই ছিল অবস্থা মুখ খুললে কিন্তু ল‍্যাংটা হয়ে যাবে একেকটা সুতরাং এতো ভাব চক্ষুগরম দেখায়েন না। কার বউ পোলাপান কোন দেশে কতো বছর যাবত কিভাবে রাজকীয় ভাবে থাকে কোনো কিছুই অজানা নেই শুধু কর্মীরা জানে না। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়