শিরোনাম
◈ দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসে জড়ালে, অসদাচরণ করলেই কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না : রিজভী ◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:১৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের গনতন্ত্রের বাধা ভারতের মৌলবাদ

নাসির উদ্দিন, ফেইসবুক থেকে : প্রকাশ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। হোটেল-রেস্তোরাঁ এমনকি বিয়েবাড়িতেও গরুর মাংস পরিবেশন করা যাবে না। বিক্রি বা পরিবেশন করলেই কঠিন শাস্তি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এই সিদ্ধান্ত রাজ্য কেবিনেটের। এ নিয়ে শীঘ্রই নাকি কঠোর আইন করা হবে।

আগেই এই রাজ্যে মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ছিল। এবার পুরো রাজ্যেই জনসমক্ষে, হোটেল, রেস্তোরাঁয় গরু জবাই, বিক্রি ও খাওয়া নিষিদ্ধ হলো।

আসামের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মুসলমান। ১ কোটি ৪০ লক্ষ মুসলমান জনসংখ্যার ঈদ কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠানেও গরু নিষিদ্ধ। আসামের মুসলমান জনসংখ্যা বাংলাদেশের হিন্দু জনসংখ্যার (১ কোটি ৩১ লক্ষ) চেয়ে বেশি। অথচ এই ক্ষুদ্র রাজ্যও আইন করে মুসলমানদের অধিকার খর্ব করলো। অথচ বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হয় এমন কোনো আইন বা সরকারি সিদ্ধান্ত নেয়ার ঘটনা কখনোই ঘটেনি।

অথচ ভারত সরকার ও মিডিয়াগুলো এমন প্রচার করছে যেন বাংলাদেশে হিন্দুরা উচ্ছেদ হয়ে গেছে। ভারত সরকার এবং জনগণের এমন অগনতান্ত্রিক আচরণ বাংলাদেশকে মৌলবাদী রাজনীতির পথে ঠেলে দিচ্ছে। আসলে ভারতের মৌলবাদী দল বিজেপি চায় বাংলাদেশে মৌলবাদের উত্থান হোক। এতে বাংলাদেশের মৌলবাদের জুজু তৈরি করে ভারতেও মৌলবাদী শাসন অব্যাহত রাখা যায়। বাংলাদেশের গনতন্ত্র ও সুস্থ রাজনীতির পথে ভারতের মৌলবাদ প্রধান অন্তরায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়