মাহাবুব খান: [২] রোববার ২৯ অক্টোবর বাণিজ্যিকভাবে চালু হয় এ টানেল। এর একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের কর্ণফুলীর নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম সড়ক টানেলের উদ্বোধন করেন। সূত্র: আজকের পত্রিকা, বণিক বার্তা
[৩] রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত পাঁচ হাজার ৩২৯টি যানবাহন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পার হয়। এতে টোল আদায় হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা।
[৪] হরতাল থাকায় শুরুতে যানবাহন চলাচল ছিল প্রত্যাশার তুলনায় কম। রোববার বিকেল ৪টা পর্যন্ত টোল আদায় হয় মাত্র ২ লাখ ৩৫ হাজার ৩১৫ টাকা।
[৫] তবে এরপর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। বাংলাদেশ ও চীনা অর্থায়নে নির্মিত টানেলটি চট্টগ্রামের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। এর নির্মাণ ব্যয় ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ ৩৩ হাজার টাকা।
সম্পাদনা: এমকে
এমকে/এমকে